Saturday, December 7, 2024
HomeBreakingSalman Khan: ‘হয় মন্দিরে ক্ষমা চাইতে হবে নাহলে দিতে হবে ৫কোটি’, ফের...

Salman Khan: ‘হয় মন্দিরে ক্ষমা চাইতে হবে নাহলে দিতে হবে ৫কোটি’, ফের হুমকি সলমনকে!

ফের সংবাদ শিরোনামে দু’টি নাম। একটি সলমন খানের (Salman Khan) এবং অপরটি লরেন্স বিষ্ণোই গ্যাং-এর। জান গিয়েছে, ফের নাকি বিষ্ণোই গ্যাং-এর থেকে হুমকি বার্তা পেয়েছেন সলমন খান। আর এবার তারকাকে কৃষ্ণসার হরিণ মারার অপরাধে হয় ক্ষমা চাইতে বলা হয়েছে, নাহলে টাকা দিতে বলা হয়েছে!

কী জানা যাচ্ছে?

জানা গিয়েছে, মুম্বই পুলিশের ট্রাফিক কন্ট্রোল ইউনিট জানিয়েছে, তাঁরা সোমবার একটি নতুন হুমকি বার্তা পেয়েছেন এবং যে এই বার্তা পাঠিয়েছে, সে নিজেকে Lawrence Bishnoi-এর ভাই বলে দাবি করেছে। তার দাবি, ‘সলমন খানকে তাঁর কৃতকর্মের জন্য মন্দিরে এসে ক্ষমা চাইতে হবে অথবা ৫ কোটি টাকা দিতে হবে, তিনি এটা না করলে তাঁকে আমরা হ ত্যা করতে পারি! আমাদের গ্যাং এখনও সক্রিয় রয়েছে।’

আরও পড়ুন: The Great Indian Kapil Show: রবীন্দ্রনাথকে অপমান করার অভিযোগ কপিল শর্মাদের বিরুদ্ধে! কী হুঁশিয়ারি দিলেন শ্রীজাত?

পুলিশ জানিয়েছে, কে, কেন এই বার্তা পাঠালো তার তদন্ত চলছে। এ প্রসঙ্গে উল্লখ্য, মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকি খুন হওয়ার পর থেকেই সলমন খানের (Salman Khan) নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হয়েছে।

গত ৩০ অক্টোবর সলমনের কাছে প্রাণনাশের হুমকি এসেছিল, এবং ২ কোটি টাকাও দাবি করা হয়েছিল বলে জানা গিয়েছে।

এর আগে গত ২৮ অক্টোবর সলমন খান (Salman Khan) এবং বাবা সিদ্দিকিকে হুমকি দেওয়ার ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এক ২০ বছরের তরুণকে গ্রেফতার করা হয়। জানা যায়, অভিযুক্তের নাম মহম্মদ তাইয়াব, যে গুরফান খান নামেও পরিচিত। তার বাড়ি নয়ডার সেক্ট ৩৯-এ।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular