Saturday, December 7, 2024
Homeওয়েস্ট বেঙ্গলWomen and Dog are eating the same plate একই পাতে খাচ্ছে মানুষ...

Women and Dog are eating the same plate একই পাতে খাচ্ছে মানুষ ও কুকুর

Women and Dog are eating the same plate একই পাতে খাচ্ছে মানুষ ও কুকুর

সঞ্জিত সেন, ইন্ডিয়া নিউজ বাংলা, পূর্ব বর্ধমান: কুকুরের সঙ্গে একই পাতে খাচ্ছে এক মহিলা। এমনই অমানবিক ছবি দেখা গেল পূর্বস্থলী স্টেশনে। ভিডিও ভাইরাল হয়েই টনক নড়ল পূর্বস্থলী ব্লক প্রশাসনের। সূত্রের খবর, মানসিক ভারসাম্যহীন ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করার জন্য স্থানীয় বাসিন্দা থেকে স্ট্যান্ডের টোটো চালকরা অনেকবার জোর করেছেন। কিন্তু কোন লাভ হয়নি। শেষে টোটো চালক থেকে পথচলতি মানুষ সকলেই তাঁকে খেতে দেন।

Women and Dog are eating the same plate কাউন্সিলিং-এর ব্যবস্থা

মহিলার কুকুরের সঙ্গে একই পাতে খাওয়ার ভিডিও ছড়িয়ে পড়তেই সোমবার বিকালে পূর্বস্থলী স্টেশন সংলগ্ন টোটো স্ট্যান্ডে থাকা ওই মহিলার কাছে হাজির হন পূর্বস্থলী দু’নম্বর ব্লকের বিডিও সৌমিক বাগচি, পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়, হাসপাতালের বিএমওএইচ প্রশান্ত সরকার সহ বিশিষ্টজনেরা। সকলে মিলে তারা মানসিক ভারসাম্যহীন মহিলাকে কালনা হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য উদ্যোগী হন। কিন্তু ওই মহিলা যেতে রাজি না হওয়ায়, আপাতত তাঁকে ওই জায়গাতেই অস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করা হয়েছে ব্লক প্রশাসন এবং বিধায়কের তরফে। বিডিও সৌমিক বাকচী তিনি জানান, ‘ওই মহিলা মানসিক ভাবে ভারসাম্যহীন।তাঁকে হাসপাতালে যাওয়ার জন্য অনেক বোঝানো হয়েছে কিন্তু তিনি যেতে রাজি হননি। স্থানীয় মানুষজন তাকে এখানে খেতে দিচ্ছেন। আমরা ওনাকে একটি মানসিক হাসপাতালে ভর্তি করার পাশাপাশি কাউন্সিলিং-এরও ব্যবস্থা করব।‘যে জায়গায় মহিলাটি রয়েছেন সেখানেই অস্থায়ী ভাবে তার থাকার ব্যবস্থা করা হয়েছে। ব্লক প্রশাসনের তরফে ওই মহিলার জন্য কিছু শাড়ি এবং কম্বলের ব্যবস্থা করা হয়েছে।

 

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular