Saturday, July 27, 2024
Homeওয়েস্ট বেঙ্গলMeena Devi Purohit is sixth time councilor in KMC টানা ষষ্ঠবার কাউন্সিলার,...

Meena Devi Purohit is sixth time councilor in KMC টানা ষষ্ঠবার কাউন্সিলার, অপ্রতিরোধ্য মীনা দেবী পুরোহিত

শুভাশিস মণ্ডল, ইন্ডিয়া নিউজ বাংলা : শহর কলকাতা যখন সবুজ আবির মাখতে মগ্ন, ঠিক তখন তাঁর নিজের গড়ে অপ্রতিরোধ্য মীনা দেবী পুরোহিত। কলকাতা পুরসভার এই প্রাক্তন ডেপুটি মেয়র তথা বিজেপি নেত্রী টানা ষষ্ঠবার পুরভোটে জয়লাভ করলেন। তাঁর নিন্দুকেরাও স্বীকার করেন পদ্মফুল নয়, প্রতি পুরভোটে নিজের ক্যারিশ্মায় ভোট বৈতরণী পার হন এই বর্ষীয়ান নেত্রী। ২২ নম্বর ওয়ার্ড থেকে পঞ্চম বারের পর এবার ষষ্ঠবার ১ হাজার ৭৬০ ভোটে জয়লাভ করলেন মীনা দেবী। মুরলি ধর লেনে বিষাদের মাঝেও মীনা দেবী পুরোহিত আজ ট্র্যাজিক নায়ক।

ষষ্ঠবার কাউন্সিলার মীনা দেবী পুরোহিত (Meena Devi Purohit is sixth time councilor in KMC)

১৯ ডিসেম্বর কলকাতায় পুরভোটে যে এলাকাগুলি উত্তপ্ত ছিল তার মধ্যে অন্যতম ২২ নম্বর ওয়ার্ড। সকাল থেকেই তাঁর নিজের ওয়ার্ডে ভোট পরিস্থিতি দেখতে বেরিয়ে খবরের শিরোনামে উঠে আসেন মীনা দেবী। বিজেপির হেভিওয়েট প্রার্থীকে মাহেশ্বরী ভবনের বুথে হেনস্থার অভিযোগ ওঠে। তিনি নাকি ভোটারদের প্রভাবিত করছেন বলে অভিযোগ করেন নির্দল প্রার্থী প্রিয়াঙ্কা দেবনাথ। নির্দল প্রার্থীকে সমর্থন করেন তৃণমূল কংগ্রেসের কর্মীরাও। পাল্টা তৃণমূল বহিরাগতদের নিয়ে এসে বুথ দখলের চেষ্টা করছে বলে অভিযোগ তোলেন বিজেপির এই হেভিওয়েট প্রার্থী। উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছে যায় যে মীনা দেবী পুরোহিতকে হেনস্থা করা হয় বলে অভিযোগ তোলে বঙ্গ বিজেপি। তাঁর পোশাক ছিঁড়ে দেওয়ার অভিযোগও তোলা হয় তৃণমূলের বিরুদ্ধে। দ্রুত নড়েচড়ে বসে কমিশন। অবজার্ভারেরর কাছ থেকে ঘটনার রিপোর্ট তলব করে রাজ্য নির্বাচন কমিশন।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular