Saturday, September 23, 2023
HomeKOLKATA MUNICIPAL ELECTIONGrassroot Cricket Work will help: Biswarup Dey   ক্রিকেটে তৃণমূল স্তরে কাজের...

Grassroot Cricket Work will help: Biswarup Dey   ক্রিকেটে তৃণমূল স্তরে কাজের অভিজ্ঞতা এবার কাজে লাগবেঃ বিশ্বরূপ দে

Working at Grassroot Cricket will help: Biswarup Dey   ক্রিকেটে তৃণমূল স্তরে কাজের অভিজ্ঞতা এবার কাজে লাগবেঃ বিশ্বরূপ দে

সাম্যজিৎ ঘোষ, ইন্ডিয়া নিউজ বাংলা, কলকাতাঃ  ক্রিকেট প্রশাসনে যেভাবে চাপহীন আত্মবিশ্বাস থাকত তেমন ভাবেই পুর ভোটে জয়ের পর  আত্মবিশ্বাসী গলা পাওয়া গেল বিশ্বরূপ দে-র।   ক্রিকেট প্রশাসনে সাফল্যের পর এবার রাজনীতির ময়দানে নেমে শুরুতেই বাজিমাত করলেন বিশ্বরূপ দে। ৪৮ নম্বর ওয়ার্ডে অন্য প্রতিদ্বন্দ্বীদের পিছনে ফেলে জয় ছিনিয়ে নিলেন প্রাক্তন সিএবি সচিব।

সামাজিক কাজে বহুদিন ধরেই জড়িত বিশ্বরূপ। স্বচ্ছাসেবী সংগঠনেও যুক্ত আছেন তিনি। বাড়িতে রাজনৈতিক পরিবেশের ছোঁয়া ছিলই। ক্রিকেট প্রশাসন থেকে সাময়িক দুরে থাকলেও রাজনীতির ময়দানের ডাক ফেরাতে পারেননি।

জয়ের পর বিশ্বরূপ বললেন, ক্রিকেট প্রশাসনে তৃণমূল স্তরে কাজ করার অভিজ্ঞতা কাজে লাগবে এবার। সামাজিক কাজে যুক্ত থাকার ফলে মানুষের আশীর্বাদ পেয়েছেন তা দিয়ে ভাল কাজ করতে পারবেন আত্মবিশ্বাসী গলায় জানালেন নতুন পুর প্রশাসক।

 

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular