Saturday, July 27, 2024
Homeওয়েস্ট বেঙ্গলINTTUC protest at Haldia Refinery শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে আইএনটিটিইউসির বিক্ষোভ হলদিয়া রিফাইনারিতে

INTTUC protest at Haldia Refinery শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে আইএনটিটিইউসির বিক্ষোভ হলদিয়া রিফাইনারিতে

সৌম্য প্রামাণিক, পূর্ব মেদিনীপুর, ইন্ডিয়া নিউজ বাংলা : মঙ্গলবার ইন্ডিয়ান অয়েল রিফাইনারিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যে প্রাণ হারিয়েছে তিন শ্রমিক। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন ৮ জন। পাশাপাশি গুরুতর আহত অবস্থায় আরও বেশকিছু শ্রমিককে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার প্রায় বেশ কয়েক ঘণ্টা কেটে গেলেও এখনও পর্যন্ত ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়নি সঠিক কী কারণে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গিয়েছে। আর সেই কারণেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে আজ বুধবার তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি বিক্ষোভ দেখাল রিফাইনারির গেটের সামনে।

হলদিয়া রিফাইনারিতে বিক্ষোভ আইএনটিটিইউসির (INTTUC protest at Haldia Refinery)

মূলত এদিন শতাধিক শ্রমিক দাবি জানায়, মৃত ৩ শ্রমিকের পরিবারকে ২৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার। এছাড়াও পরিবারের সকলকে স্থায়ী চাকরির দাবি জানায়। এদিন মর্নিং শিফটে হলদিয়া রিফাইনারিতে কাজ বন্ধ রাখে কর্তৃপক্ষ। যে কারণে কাজে যোগ দিতে আসা শ্রমিকরা ফিরেও যান এদিন।

Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular