Saturday, July 27, 2024
Homeওয়েস্ট বেঙ্গলCattle smugglers arrest in Cooch Behar ৫০টি বাছুর-সহ ৪ পাচারকারীকে আটক, কোচবিহারে...

Cattle smugglers arrest in Cooch Behar ৫০টি বাছুর-সহ ৪ পাচারকারীকে আটক, কোচবিহারে বড় সাফল্য পুলিশের

অমিত সরকার, কোচবিহার, ইন্ডিয়া নিউজ বাংলা : গোপন সূত্রে খবর পেয়ে ৫০টি বাছুর-সহ ৪ পাচারকারীকে আটক করল নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ। সাংবাদিক বৈঠক করে একথা জানালেন মাথাভাঙা মহকুমা পুলিশ আধিকারিক সুরজিৎ মণ্ডল। সুরজিৎ বাবু বলেন, ‘গোপন সূত্রে খবর পেয়ে নিশিগঞ্জ ফাঁড়ি এলাকায় একটি নাকা চেকিং বসানো হয় বুধবার সকালে। নাকা চেকিং চলাকালীন সময় ত্রিপল দিয়ে ঢাকা একটি গাড়ি আটক করে নিশিগঞ্জ ফাঁড়ির ওসি অজয় রায়ের নেতৃত্বে একটি পুলিশের টিম। ত্রিপল সরাতেই বাছুরগুলো বেরিয়ে আসে। তারপরই ওই ৫০টি বাছুরের সাথে ৪ জন পাচারকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া যুবকদের নাম শাহাবুদ্দিন, বাদশা, মোহম্মদ রহমত, মোহাম্মদ জুনেদ।’

গরু পাচারকারীদের আটক করল নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ (Cattle smugglers arrest in Cooch Behar) 

ধৃত ৪ জনকে গ্রেফতার করে মাথাভাঙা থানায় নিয়ে আসা হয়। এই ৪ জনের মধ্যে ৩ জনের বাড়ি বিহার এবং একজন ডালখোলার বাসিন্দা বলে জানা গেছে। গাড়িটি চ্যাংড়াবান্ধা থেকে কোচবিহারের দিকে যাচ্ছিল বলেও জানান মহকুমা পুলিশ আধিকারিক। ৪ জনকেই মাথাভাঙা আদালতে তোলা হয় এবং ৭ দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়।

Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular