Pro Tennis League: Saket Myneni helps Radiant to maiden Title চ্যালেঞ্জার্সকে হারিয়ে ২০২১ প্রো টেনিস লিগ চ্যাম্পিয়ন রেডিয়েন্ট
ইন্ডিয়া নিউজ বাংলাঃ ভারতের ডেভিস কাপার সাকেত মাইনেনির অনবদ্য পারফরম্যান্সে ভর করে ব্যাঙ্গালোর চ্যালেঞ্জার্সকে হারিয়ে ২০২১ প্রো টেনিস লিগের চ্যাম্পিয়ান হল টিম রাডিয়েন্ট। ফাইনালে চ্যালেঞ্জার্স দলের বিরুদ্ধে খেলার ফল ২২-১৮। প্রসঙ্গত লিগ পর্যায়ে এই ব্যাঙ্গালোর দল ২৮-১৪ ফলে টিম রেডিয়েন্টকে হারিয়েছিল। তবে ফাইনালে লড়াইয়ের দিন সাকেত-প্রেরণারা সেরা ফর্মে ছিলেন। তাঁদের পারফরম্যান্সে ভর করেই এদিন খেতাব জিততে সমর্থ হল রেডিয়েন্ট।
শনিবার দিল্লির আর কে খান্না স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। সাকেত তিন নম্বর গেমে জাতীয় চ্যাম্পিয়ন নিকি পোনাচ্চাকে ৫-০ ফলে হারিয়ে ৪ পয়েন্টের লিড এনে দেন দলকে যা শেষ পর্যন্ত দুই দলের ব্যবধান গড়ে দেন। চারবারের জাতীয় চ্যাম্পিয়ন প্রেরণা ভাম্ব্রি নিজের দু’টি মিক্সড ডাবলস ম্যাচেই জিতে যান। পার্ভ নাগে এবং অর্জুন উপ্পলকে সঙ্গী করে ম্যাচ জিততে সমর্থ হন প্রেরণা। প্রেরণা এবং অর্জুন, দিলীপ মোহান্তি এবং সাই সমহিথাকে ৫-১ ফলে হারান। পাঁচ গেমের পরে খেলার ফল ছিল ১৭-১৭। তারপরেই সাকেত অনবদ্য পারফরম্যান্স করে কাঙ্খিত জয় এনে দেন।
এদিন আমান দাহিয়া ব্যাঙ্গালোরের হয়ে ভাল শুরু করেছিলেন। তবে রেডিয়েন্ট ঘুরে দাঁড়িয়ে ম্যাচে। অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি অনিল ধুপার এদিন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
Published by Samyajit Ghosh
আরও পড়ুনঃ ইংল্যান্ড দলে করোনার হানা, অ্যাশেজ নিয়ে শঙ্কা, ধারাভাষ্য দলে পন্টিং-বথাম নিভৃতবাসে indianewsbangla.com/sports/4-members-of-england-team-covid-positive-ponting-botham-in-isolation-