পার্থ মুখোপাধ্যায়, পশ্চিম মেদিনীপুর, ইন্ডিয়া নিউজ বাংলা : গোয়ালতোড় থানা এলাকায় বিশাল পরিমাণে অস্ত্র উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য গোটা এলাকায়। এদিন বড়ডাঙা গ্রামে মাটির তলা থেকে প্রায় একশোরও বেশি বন্দুক এবং এক হাজারেও বেশি কার্তুজ উদ্ধার হয়। ঘটনাস্থলে এসে পুলিশ অস্ত্রগুলি উদ্ধার করেছে।
একশোরও বেশি বন্দুক ও হাজারের বেশি কার্তুজ উদ্ধার Weapons recovered in West Midnapore
স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়ালতোড়ের বড়ডাঙা এলাকায় পঞ্চায়েতের পক্ষ থেকে রাস্তা তৈরির কাজ চলছে। সে সময় জেসিবি মেশিন দিয়ে মাটি কাটার সময় বন্দুকগুলি বেরিয়ে আসে। স্থানীয়রাই পুলিশে খবর দিলে গোয়ালতোড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটি খুঁড়ে একের পর এক বন্দুক বের করে। এখনও পর্যন্ত প্রায় একশোটিরও বেশি বন্দুক এবং এক হাজারেরও বেশি সক্রিয় কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
—–
Published by Subhasish Mandal