Saturday, December 7, 2024
Homeঅন্যান্যPumpkin Boat: কুমড়ো যখন নৌকা! তাক লাগিয়ে রেকর্ড গড়লেন ব্যক্তি

Pumpkin Boat: কুমড়ো যখন নৌকা! তাক লাগিয়ে রেকর্ড গড়লেন ব্যক্তি

বহুদিন ধরেই ইচ্ছে ছিল বাগানের কুমড়ো দিয়ে নৌকা (Pumpkin Boat) বানিয়ে নদীপথে সফর করার। অবশেষে নিজের সেই স্বপ্নপূরণ করলেন গ্যারি ক্রিস্টেনসন নামের এক ব্যক্তি। কথায় বলে ইচ্ছে থাকলেই উপায় হয়। আর নিজের সেই ইচ্ছেকেই বহু বছরের চেষ্টায় বাস্তবায়িত করলেন এই ব্যক্তি আর সেই সঙ্গে গড়ে ফেললেন রেকর্ডও।

কী রেকর্ড গড়লেন গ্যারি?

বছর ছেচল্লিশের গ্যারি প্রায় ৫০০ কেজি ওজনের কুমড়ো দিয়ে একটি নৌকা (Pumpkin Boat) তৈরি করে ওয়াশিংটনের কলাম্বিয়া নদী তে পাড়ি দেন ৭৩.৫ কিলোমিটার পথ। প্রায় ২৬ ঘণ্টা পথ তিনি পাড়ি দেন তাঁর এই অভিনব নৌকায় করে, যার নাম তিনি দিয়েছেন “Punky Loafster”.

US man grows 500 kg pumpkin, uses it as boat to sail 70 km, sets new world record
US man grows 500 kg pumpkin, uses it as boat to sail 70 km, sets new world record

২০১১ সাল থেকেই গ্যারি নিজের বাগানে পেল্লাই সাইজের কুমড়ো ফলিয়ে আসছেন। ২০১৩ সালে তিনি কুমড়ো দিয়ে একটি নৌকাও তৈরি করেছিলেন। তখনই তিনি ঠিক করেছিলেন একদিন কুমড়োর নৌকাতে করেই তিনি নদীপথ সফর করবেন। যেমন ভাবা তেমন কাজ। নিজের বাগানে বড়সড় একটা কুমড়ো ফলতেই তা দিয়ে তিনি তৈরি করে ফেললেন নৌকা। আর নদীপথ পাড়ি দিয়ে নিজের নাম তুলে ফেললেন Guinness World Records-এ।

US man grows 500 kg pumpkin, uses it as boat to sail 70 km, sets new world record
US man grows 500 kg pumpkin, uses it as boat to sail 70 km, sets new world record

তাঁর এই নৌকা ১৪ ফুটের এবং এর ওজন প্রায় ৫৫৫ কেজি। গ্যারি গত ১১ অক্টোবর এই নৌকায় (Pumpkin Boat) করে তাঁর সফর শুরু করেছিলেন। একটা ক্যামেরাও তিনি নৌকাতে লাগিয়েছিলেন যাতে মানুষ ভিডিও দেখে বুঝতে পারে এটা আসলেই কুমড়ো দিয়ে তৈরি।

আরও পড়ুন : Tennis Ball Transformation: উইম্বলডনে সাদা বলের জায়গায় কবে, কেন হলুদ বল এল জানেন?

গ্যারি তাঁর এই নৌকাবিহারে একটুও বিশ্রাম নেননি। রাতেও তাঁর নৌকা (Pumpkin Boat) চালিয়েছেন, যাতে কুমড়ো দীর্ঘক্ষণ জলে থেকে নরম না হয়ে যায় সফর শেষ করার আগেই। তবে তাঁর সুরক্ষার জন্য পিছনে সেফটি বোটও তাঁকে অনুসরণ করছিল।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular