Monday, May 20, 2024
Homeরাজ্যকলকাতাWB Govt Announces Festival Allowance কর্মীদের মন পেতে উৎসবভাতা ঘোষণা রাজ্যের

WB Govt Announces Festival Allowance কর্মীদের মন পেতে উৎসবভাতা ঘোষণা রাজ্যের

কৌশিক দাস, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: WB Govt Announces Festival Allowance ঈদের আগে কর্মীদের জন্য অ্যাড হক বোনাস দেওয়ার কথা ঘোষণা করল রাজ্য সরকার। সম্প্রতি অর্থ দফতর থেকে একটি নির্দেশিকা প্রকাশ করে জানানো হয়েছে অ্যাড হকে বোনাস, অগ্রিম উৎসব ভাতা এবং অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য এক্সগ্রাসিয়া দেওয়া হবে।

সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেসব কর্মী ৩৭ হাজার টাকা পর্যন্ত বেতন পান তাঁদের এবার এককালীন ৪ হাজার ৮০০ টাকা বোনাস দেওয়া হবে। অবসরপ্রাপ্ত কর্মীরা উৎসবভাতা পাবেন ২ হাজার ৭০০ টাকা। তবে অবসরকালীন ভাতা পাওয়ার ক্ষেত্রেও নির্দিষ্ট সীমা রয়েছে। যাঁরা ৩২ হাজার টাকা পর্যন্ত পেনশন পান তাঁরাই এই সুবিধে পাবেন। WB Govt Announces Festival Allowance

যেসব সরকারি কর্মীদের বেতন ৩৭ হাজার ১ টাকা থেকে ৪৭ হাজার টাকা পর্যন্ত তাঁরা অগ্রিম উৎসব ভাতা হিসেবে এককালীন ১৪ হাজার টাকা পাবেন। সরকারি সংস্থা ছাড়াও সরকার অনুমোদিত সব সংস্থার কর্মীরা এই বোনাস, এক্সগ্রাসিয়া এবং অগ্রিম উৎসব ভাতার আওতায় আসবেন। WB Govt Announces Festival Allowance

ঈদের আগে সংখ্যালঘু কর্মীদের উৎসব ভাতা দিয়ে দেওয়া হবে। বাকিদের শারদোৎসবের আগে অর্থাৎ ১ অক্টোবরের আগে দিয়ে দেওয়া হবে। পুরসভা, পঞ্চায়েত, নিগম, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের কর্মীরাও উৎসব ভাতা পাবেন। যাঁরা পারিবারিক পেনশন পান তাঁরাও এই ভাতা পাবেন বলে নির্দেশিকায় জানানো হয়েছে।

WB Govt Announces Festival Allowance

আরও পড়ুন : Lack of IPAC is evident in TMC কংগ্রেসের সান্নিধ্যে প্রশান্ত কিশোর, আইপ্যাকের অভাবে দিশেহারা ভাব তৃণমূলের সংগঠনে

আরও পড়ুন : Shooting incident in Sonarpur পুলিশ লেখা গাড়িতে করে এসে গুলি দুষ্কৃতীর, সোনারপুর ফ্লাইওভারের নীচে চাঞ্চল্য

————
Published by Subhasish Mandal

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular