Sunday, September 8, 2024
Homeরাজ্যUnion leader attacked in Haldia তৃণমূলের পতাকা উত্তোলন করতে গিয়ে হলদিয়ায় আক্রান্ত...

Union leader attacked in Haldia তৃণমূলের পতাকা উত্তোলন করতে গিয়ে হলদিয়ায় আক্রান্ত শ্রমিক নেতা

সৌম্য প্রামাণিক, পূর্ব মেদিনীপুর, ইন্ডিয়া নিউজ বাংলা : তৃণমূল কংগ্রেসের ২৫তম প্রতিষ্ঠা দিবসে হলদিয়ায় উত্তেজনা। দলীয় পতাকা উত্তোলন করতে এসে শ্রমিক নেতাকে মারধরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ইউনিয়ন অফিসেই অচৈতন্য অবস্থায় পড়ে থাকলেন শ্রমিক নেতা।

হলদিয়ায় আক্রান্ত শ্রমিক নেতা Union leader attacked in Haldia 

আরও পড়ুন : Elephant attack in Jalpaiguri বর্ষবরণের রাতে হাতির হানা, ধূপগুড়িতে একাধিক বাড়িতে তাণ্ডব

সারা রাজ্যের পাশাপাশি হলদিয়া শিল্পনগরীতেও বিভিন্ন জায়গায় ঘটা করে পালিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। এদিন হলদিয়ার ধানসিঁড়ি পেট্রোকেমিক্যালের কারখানার গেটে তৃণমূলের শ্রমিক ইউনিয়নের অফিসে পতাকা উত্তোলন করতে আসেন ইউনিয়নের সম্পাদক আশিস মান্না। অভিযোগ, হঠাৎ গাড়িতে করে ৭০ জনের দুষ্কৃতী দল এসে শ্রমিক নেতা আশিস মান্নার উপর চড়াও হয়। ইউনিয়ন অফিসের ভেতরে ঢুকে বেধড়ক মারধর করা হয়। মারধরের পর শ্রমিক নেতা ইউনিয়ন অফিসেই অচৈতন্য অবস্থায় পড়ে থাকে। কারখানার শ্রমিকরা জানতে পেরে আক্রান্ত শ্রমিক নেতাকে হলদিয়া মহকুমা হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল কর্তৃপক্ষ পরিস্থিতি আশঙ্কাজনক থাকায় অন্যত্র রেফার করে তাঁকে।

————–
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular