Monday, June 3, 2024
Homeরাজ্যআলিপুরদুয়ারTragic story of Jannatul Ferdousi in Madarihat সাত বছর ধরে হাসপাতালে শয্যাশায়ী!...

Tragic story of Jannatul Ferdousi in Madarihat সাত বছর ধরে হাসপাতালে শয্যাশায়ী! ভুল চিকিৎসায় ১০০ শতাংশ পঙ্গু মাদারিহাটের জান্নাতুল ফেরদৌসি

অনিসা পোদ্দার, আলিপুরদুয়ার, ইন্ডিয়া নিউজ বাংলা: Tragic story of Jannatul Ferdousi in Madarihat শিশুসাথী প্রকল্পে বিনা পয়সায় হার্ট অপারেশন করাতে গিয়ে পঙ্গু হয়ে পড়েছে মাদারিহাট থানার রাঙ্গালিবাজনার জান্নাতুল ফেরদৌসি নামে এক কিশোরী। বর্তমানে তিনি যুবতী। প্রায় সাত বছর ধরে হাসপাতালে শয্যাশায়ী তিনি। প্রায় ১০০ শতাংশ পঙ্গু হয়ে গিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে একটি মামলা কলকাতা হাইকোর্টে বিচারাধীন। মামলার শুনানি হবে ২৯ মার্চ।

এদিকে জান্নাতুল ফেরদৌসি বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন শনিবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন। দুপুর থেকে শ্বাসকষ্ট শুরু হলে সন্ধ্যায় তাঁকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রেফার করা হয়। এদিন হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে বীরপাড়া হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন জান্নাতুলের বাবা আমজাদ হোসেন ও আত্মীয়স্বজনরা। Tragic story of Jannatul Ferdousi in Madarihat

জানা গিয়েছে মাটিগাড়ার একটি বেসরকারি হাসপাতালে মেয়েটির হার্ট  অপারেশন করানো হয় ২০১৫ সালের জুলাই মাসে। জ্ঞান ফেরে দুমাস পর। দেখা দেয় মস্তিষ্ক বিকৃতি। কথা বলার শক্তি হারায় সে। ধীরে ধীরে প্রায় ১০০ শতাংশ পঙ্গু হয়ে যায় জান্নাতুল। ২০১৬ সালে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হলে ২০১৮ সালের জানুয়ারি মাসে তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। Tragic story of Jannatul Ferdousi in Madarihat

এরপর আবার ২০১৮ সালের মে মাসে তাঁকে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে পর্যবেক্ষণ ও ফিজিওথেরাপির জন্য নিয়ে আসা হয়। আবার হাইকোর্টের নির্দেশে ২০২০  সালের ১৬ জুন জান্নাতুল ফেরদৌসিকে বাঙ্গুর ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ভর্তি করে স্বাস্থ্য দফতর। পরে আবার তাঁকে বীরপাড়া  স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। বীরপাড়া হাসপাতাল সূত্রে জানা গিয়েছে জান্নাতুলের শ্বাসকষ্ট হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে আলিপুরদুয়ারে পাঠানো হয়েছে। আমজাদের অভিযোগ, ভুল চিকিৎসায় তাঁর মেয়ের জীবন বরবাদ করা হয়েছে। অথচ দায় নিচ্ছে না স্বাস্থ্য দফতর।

Tragic story of Jannatul Ferdousi in Madarihat

আরও পড়ুন : Allegation of Rape in Sandeshkhali বাড়িতে একা পেয়ে গৃহবধূকে ধর্ষণের পর খুনের হুমকি, থানায় অভিযোগ দায়ের নির্যাতিতার

————
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular