Saturday, July 27, 2024
Homeওয়েস্ট বেঙ্গলSuryakanta Mishra criticizes WB government over Deucha Pachami project দেউচা-পাঁচামি নিয়ে রাজ্য...

Suryakanta Mishra criticizes WB government over Deucha Pachami project দেউচা-পাঁচামি নিয়ে রাজ্য সরকার যা বলছে স্পষ্ট নয় : সূর্যকান্ত

সঞ্জিত সেন, পূর্ব বর্ধমান, ইন্ডিয়া নিউজ বাংলা:
‘বীরভূমের দেউচা-পাঁচামি কয়লাখনি প্রকল্প নিয়ে রাজ্য সরকার যা বলছে তা স্পষ্ট নয়। এই নিয়ে স্থানীয় মানুষেরা যে আন্দোলন করছেন সিপিএম তার পাশে থাকবে। ‘ সিপিএমের ২৫তম পূর্ব বর্ধমান জেলা সম্মেলনের প্রথম দিনের শেষে সাংবাদিকদের একথা বলেন দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তিনি আরও বলেন, ‘রাজ্যের বাসিন্দাদেরই বহিরাগত বলা হচ্ছে এটাই আশ্চর্যের।’

দেউচা-পাঁচামি নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি (Suryakanta Mishra criticizes WB government over the Deucha Pachami project)

এদিন সূর্যকান্ত মিশ্র আরও বলেন, ‘কলকাতা পুরভোটে দলের কমবয়সগ কর্মীদের প্রার্থী করা হয়েছে। সেখানে বিজেপি নয়, দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরাই। অধিকাংশ বোরো-তেও দ্বিতীয় স্থানে আছে বামেরা। বাকি পুরসভাগুলির নির্বাচনে স্থানীয় পরিস্থিতি বিবেচনা করেই রণকৌশল ঠিক করবে সংশ্লিষ্ট জেলাই।’

এবারের পূর্ব বর্ধমান জেলা সম্মেলন হচ্ছে টাউনহলে। সাংবাদিক সম্মেলনে সিপিআইএম দলের নেতা আভাস রায়চৌধুরী ও অপূর্ব চ্যাটার্জি উপস্থিত ছিলেন।

Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular