ইন্ডিয়া নিউজ বাংলা, কলকাতা : রাজ্যে করোনার তৃতীয় ঢেউ আটকাতে কাল থেকেই কঠোর বিধি নিষেধ চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কাল থেকে বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। সন্ধ্যা সাতটার পর বন্ধ থাকবে লোকাল ট্রেন। দমদম বিমান বন্দর থেকে বিট্রেন থেকে আসা সমস্ত বিমান চলাচল কাল থেকে বন্ধ থাকবে আজ নবান্নে মুখ্যসচিব ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই বিধি নিষেধ ঘোষণা করেছেন।
কঠোর বিধিনিষেধ জারি Strict restrictions were imposed in West Bengal due to third wave of corona
এক নজরে দেখে নেওয়া যাক বিধিনিষেধগুলি–
- বন্ধ থাকবে সব শিক্ষা প্রতিষ্ঠান।
- রাত ১০ টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত সব রকম যানচলাচল বন্ধ।
- সন্ধ্যা সাতটার পর সব লোকাল ট্রেন বন্ধ বন্ধ।
- সকাল থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে লোকাল ট্রেন।
- ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে কলকাতা মেট্রো রেল ও দূরপাল্লার ট্রেন।
- সরকারি ও বেসরকারি অফিসে ৫০ শতাংশ কর্মী আসতে পারবেন।
- শপিং মলে ৫০ শতাংশ মানুষ প্রবেশ করতে পারবেন ।
- চিড়িয়াখানাসহ সব পর্যটন কেন্দ্র সম্পূর্ণ বন্ধ থাকবে।
- সেলুন, বিউটিপার্লার, স্পা, জিম বন্ধ।
- ২০০ জনের বেশি জমায়েত বা সভা করা যাবে না।
- সিনেমা হল, থিয়েটার হলে ৫০ শতাংশের বেশি দর্শকের প্রবেশ নিষিদ্ধ।
- মৃতদেহের দাহকার্যে ২০ জনের বেশি মানুষ অংশ নিতে পারবেন না।
________
Publish by Monirul Hossain