Wednesday, November 6, 2024
Homeরাজ্যউত্তর ২৪ পরগণাPolitical clashes in Amdanga তৃণমূল-আইএসএফ সংঘর্ষ! বোমা-গুলিতে রণক্ষেত্র আমডাঙার কুমারদুনি গ্রাম

Political clashes in Amdanga তৃণমূল-আইএসএফ সংঘর্ষ! বোমা-গুলিতে রণক্ষেত্র আমডাঙার কুমারদুনি গ্রাম

উষ্ণীষ ঘোষ, বারাসত, ইন্ডিয়া নিউজ বাংলা: Political clashes in Amdanga জমি বিবাদে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আইএসএফের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল আমডাঙার কুমারদুনি গ্রাম। বোমা-গুলিতে কার্যত রণক্ষেত্র গোটা এলাকা। ঘটনাস্থলে আমডাঙা থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার ৩। ধৃতদের মধ্যে ২ জন আইএসএফ ও ১ জন তৃণমূল সমর্থক। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। ধৃতদের আজই বারাসত আদালতে পাঠানো হয়েছে।

দুই পক্ষের সংঘর্ষে আহত কমপক্ষে ১০ জন। এরমধ্যে মহম্মদ রবিউল মণ্ডল নামে এক তৃণমূল সমর্থক গুলিবিদ্ধ হয়েছে বলে খবর। অভিযোগ রবিউলকে লক্ষ্য করে তিনটি বোমাও ছোড়া হয়। বাম হাতে গুলিবিদ্ধ রবিবউল এবং অন্যান্য আহতদের ইতিমধ্যেই চিকিৎসার জন্য আনা হয়েছে আমডাঙা গ্রামীণ হাসপাতালে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বারাসত জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় জারি রয়েছে পুলিশি টহল।

Political clashes in Amdanga

আরও পড়ুন : Labour Death at Kerala কেরলে ঠিকা শ্রমিকের কাজে গিয়ে মৃত্যু হরিণঘাটার ফয়জুলের

————
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular