সৌম্য প্রামাণিক, পূর্ব মেদিনীপুর, ইন্ডিয়া নিউজ বাংলা: একটি ফোনেই লক্ষাধিক টাকা খোয়ালেন হলদিয়ার মঞ্জুশ্রীর স্কুলশিক্ষক। ফোনে মেসেজ আসে আপনার সিমকার্ডটির কেওয়াইসি আপডেট নেই। নিম্নলিখিত নম্বরে দ্রুত যোগাযোগ করুন। নচেৎ ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ হয়ে যাবে আপনার সিমকার্ডটি। ব্যস, এই খবর শুনেই ব্যতিব্যস্ত হয়ে সাইবার হ্যাকারদের নির্দেশ মতো একটি অ্যাপ ডাউনলোড করে প্রতারণার শিকার হলেন স্কুলশিক্ষক সায়নদীপ পাত্র। খোয়া গেল ৬ লক্ষ ৪৭ হাজার টাকা। পুলিশ এবং সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হয়েছেন ওই স্কুলশিক্ষক। ঠিক কী ঘটেছিল, শুনুন স্কুলশিক্ষক সায়নদীপ মাইতির মুখ থেকে :
খোয়া গেল ৬ লক্ষ ৪৭ হাজার টাকা Online fraud in East Midnapore
আরও পড়ুন : Villagers protest in Durgapur খেলার মাঠ দখলের অভিযোগ, বিক্ষোভ কোকওভেন থানার রাতুড়িয়ায়
—–
Published by Subhasish Mandal