Saturday, September 7, 2024
HomeউৎসবRath Yatra 2024: রথযাত্রার আজ দ্বিতীয় দিন, উল্টোরথ কবে? রইল তারিখ-তিথি

Rath Yatra 2024: রথযাত্রার আজ দ্বিতীয় দিন, উল্টোরথ কবে? রইল তারিখ-তিথি

পুরীর রথযাত্রার (Rath Yatra 2024) আজ দ্বিতীয় দিন। রথের মধ্যেই হয় মঙ্গলারতি, নিবেদন করা হয় ভোগ। প্রথমে রয়েছে বলরামের রথ তালধ্বজ, এরপর সুভদ্রার রথ দর্পদলন বা পদ্মধ্বজ এবং সবশেষে রয়েছে জগন্নাথের রথ নন্দীঘোষ। তিথি অনুসারে এবার নবযৌবন বেশ, নেত্র উৎসব, রথযাত্রা, সব একই দিনে পড়েছিল। গুন্ডিচাবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে এই ৩টি রথ।

উল্লেখ্য, ১৯৭১ সালের পর এই প্রথমবার পর পর দুই দিন চলবে এই রথযাত্রা (Rath Yatra 2024)। ৮ থেকে ১৫ জুলাই পর্যন্ত বলরামদেব, সুভদ্রাদেবী, জগন্নাথদেব থাকবেন গুন্ডিচা মন্দিরে। এরপর ১৬ জুলাই রয়েছে উল্টো রথ। সেদিন মাসির বাড়ি থেকে নিজগৃহে ফিরবেন জগন্নাথদেব, সুভদ্রাদেবী, বলরামদেব। ফলে সেদিনই পালিত হবে উল্টো রথ।

আরও পড়ুন : Puri Rath Yatra : পুরীর রথযাত্রা দেখতে জনগণের ঢল, সামিল হবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও

এদিকে, রথযাত্রা (Rath Yatra 2024) উপলক্ষ্যে হুগলির মাহেশে লোকারণ্য। এবার ৬২৮ বছরে পড়ল এই রথযাত্রা। ১২৫ টন ওজনের এই রথের উচ্চতা ৫০ ফুট। মধ্য কলকাতার অ্যালবার্ট রোডের ইসকন মন্দির থেকে প্রতি বছরই রথযাত্রার আয়োজন করা হয়। প্রতি বারের মতো এ বারও তার উদ্বোধন করলেন মমতা। রবিবার দুপুর ২টো নাগাদ সেখানে যান মুখ্যমন্ত্রী। ইসকনে পুজোও দেন। এর পরেই রথযাত্রায় অংশ নেন তিনি।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular