শিয়রে UPSC Civil Services (Preliminary) পরীক্ষা। আগামী রবিবার ১৬ জুন রয়েছে এই পরীক্ষা। পরীক্ষার্থীদের সুবিধার জন্য বিশেষ মেট্রোর ব্যবস্থা করল কলকাতা মেট্রোরেল (Kolkata Metro) কর্তৃপক্ষ। কলকাতায় রবিবার সকাল ৭টা থেকেই শুরু হয়ে যাবে এই পরিষেবা।
‘বিশেষ’ মেট্রো পরিষেবা
কলকাতা মেট্রোর (Kolkata Metro) বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া করিডোরে রবিবার সকাল ৭টা থেকেই পরিষেবা পাবেন যাত্রীরা। ১৩০-এর পরিবর্তে এদিন ১৩৮ টি মেট্রো (আপে ৬৯ এবং ডাউনে ৬৯) চলবে ব্লু লাইনে (দক্ষিণেশ্বর-নিউ গড়িয়া)। সকাল ৭টা থেকে ৯টার মধ্যে আধ ঘণ্টার ব্যবধানে আপ-ডাউনে মেট্রো আসবে।
আরও পড়ুন : Kolaghat Explosion : বাংলার বুকে ফের বিস্ফোরণকাণ্ড! গুঁড়িয়ে গেল আস্ত বাড়ি
টার্মিনাল স্টেশন থেকে শেষ মেট্রোর সময়সূচি (Kolkata Metro) অপরিবর্তিত থাকছে। কবি সুভাষ (নিউ গড়িয়া) থেকে দক্ষিণেশ্বরে রাত ৯.২৭-এ এবং দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষে রাত ৯.২৮-এ শেষ মেট্রো ছাড়বে। দমদম থেকে কবি সুভাষের জন্য শেষ মেট্রো ছাড়বে রাত ৯.৪০-এ। অন্যদিকে কবি সুভাষ থেকে দমদমের উদ্দেশ্যে শেষ মেট্রো রাত ৯.৪০-এ ছাড়বে ১৬ জুন।