Sunday, September 8, 2024
Homeরাজ্যদক্ষিণ ২৪ পরগণাHawker Controversy at South 24 Parganas আইএসএফ করায় বাজার থেকে দোকান উচ্ছেদ...

Hawker Controversy at South 24 Parganas আইএসএফ করায় বাজার থেকে দোকান উচ্ছেদ তৃণমূলের

শম্ভুনাথ মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা, ইন্ডিয়া নিউজ বাংলা: Hawker Controversy at South 24 Parganas ছেলে আইএসএফ পার্টি করে সে কারণে বাবার সবজির দোকান জোর করে তুলে দিল তৃণমূলিরা। ভাঙড়ের ঘটকপুকুর বাজারের ঘটনা। অভিযোগ এলাকার তৃণমূল কংগ্রেস নেতা কাইজার আহমেদ ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। ঘটনায় ভাঙড় থানায় লিখিত অভিযোগ করেছেন সবজি ব্যবসায়ী আবু বক্কার মল্লিক।

তাঁর অভিযোগ ছয়-সাত বছর ধরে ভাঙড়ের ঘটকপুকুর বাজারে সবজি ব্যবসা করে আসছি। ছেলে আইএসএফ করেছে বলে জোর করে আমার দোকান তুলে দেওয়া হয়েছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতা কাইজার আহমেদ। তিনি জানান, বাসন্তী হাইওয়ের সম্প্রসারণের জন্য দোকান সরানো হচ্ছে। কিন্তু বাজারে এত দোকান থাকলেও কেনও শুধুমাত্র এই দোকনটাকেই তুলে দেওয়া হল? উঠছে প্রশ্ন!

ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী জানান, বিধানসভা ভোটে আমাদের হয়ে কাজ করার জন্য লাগাতার অত্যাচার হচ্ছে। কাইজার আহমেদ নিজের অফিসে ডেকে নিয়ে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে ওই সবজি ব্যবসায়ীকে। আমি থানায় যেতে বলেছি। থানা ব্যবস্থা না নিলে আমরা কোর্টে যাব।

Hawker Controversy at South 24 Parganas

আরও পড়ুন: Hanskhali Rape Case হাঁসখালি ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে আদালতে পাঠাল পুলিশ

Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular