Tuesday, November 12, 2024
Homeরাজ্যDev vs Kunal Ghosh: 'তুমি চৈতন্যদেব সাজছো', ফের দেবকে নিশানা কুণালের! পাল্টা...

Dev vs Kunal Ghosh: ‘তুমি চৈতন্যদেব সাজছো’, ফের দেবকে নিশানা কুণালের! পাল্টা দিলেন অভিনেতাও

লোকসভা ভোটের আগে দেবের সৌজন্য-রাজনীতি নিয়ে তাঁকে নিশানা করেছিলেন কুণাল ঘোষ। তা নিয়ে বঙ্গ রাজনীতিতে বিস্তর জলঘোলা চলে। একবার ফের কুণালের নিশানায় দেব। এবারের বিষয় ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন। যদিও কুণাল ঘোষের মন্তব্যের পাল্টা দিতে দেরি করেননি সাংসদ-অভিনেতা দেবও৷

ঠিক কী ঘটেছে?

এই তর্ক-বিতর্কের সূচনা করেন কুণাল ঘোষই৷ শনিবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে তিনি দুটি ছবি পোস্ট করেছেন। একটিতে লেখা, ঘাটাল হাসপাতালের ডায়ালিসিস বিভাগের উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর অন্য ছবিটিতে লেখা, ঘাটাল হাসপাতালে ওই ডায়ালিসিস বিভাগের উদ্বোধন করছেন সাংসদ দেব।

আরও পড়ুন: Dev: ‘কন্যাশ্রী-রূপশ্রীর কোনও মানে নেই যদি…’, আরজি কর-কাণ্ডে গর্জন দেবের

কুণাল লেখেন, ‘ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় , 12 মার্চ, ভার্চুয়ালি। স্থানীয় কর্তাব্যক্তিরাও ছিলেন। এবার 4/9 ঐ একই ইউনিটের উদ্বোধন করলেন সাংসদ দেব। উদ্বোধক হিসেবে CMএর নাম পাল্টে MP. সুপারস্টার একেই বলে। এলাকার মানুষ তো অবাক!! Congrats Deb.’

এর প্রত্যুত্তর দিতে দেরি করেননি দেব। তিনি ঘটনাটি ব্যাখ্যা করে বলেন, ‘ দিদিকে ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ও সিটি স্ক্যান মেশিনের জন্য অনুরোধ করেছিলাম। দিদি মার্চ মাসে ভার্চুয়ালি ঘোষণা করেন। এক সপ্তাহ আগে মেশিনগুলো আসে, হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে উদ্বোধন করি। যাতে সাধারণ মানুষ পরিষেবার ব্যাপারে জানতে পারেন’ । সেই সঙ্গে কুণালকেও কড়া অথচ সৌজন্যসহই দেব বার্তা দেন, ‘একটাই কথা বলব, আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, তাতে তথ্য যাচাই না করে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য না করাই ভালো। ‘

ফের কুণালের দিক থেকে পাল্টা মন্তব্য উড়ে আসে। তিনি লেখেন, ‘দিদির উদ্বোধন ছবিতেই স্পষ্ট। যত যন্ত্র আসুক, উদ্বোধন দুবার হতে পারে না। উদ্বোধক বদলায় না। এসব টুপি সিনেমায় দিও। আর পরিস্থিতি? আমরা, শ্রমজীবী সৈনিকরা বিষপান করে লড়ে অপ্রিয় হচ্ছি। তুমি চৈতন্যদেব সাজছো। পেশা, সৌজন্যের নামে কুৎসাকারীদের সঙ্গে আদিখ্যেতা করছ।’

 

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular