Saturday, December 7, 2024
Homeরাজ্যউত্তর ২৪ পরগণাGold Biscuits Recovered at Bongaon Border ফের সোনার বিস্কুট উদ্ধার বনগাঁ সীমান্তে

Gold Biscuits Recovered at Bongaon Border ফের সোনার বিস্কুট উদ্ধার বনগাঁ সীমান্তে

সোমনাথ মজুমদার, বনগাঁ, ইন্ডিয়া নিউজ বাংলা: Gold Biscuits Recovered at Bongaon Border ২১ মার্চ বিএসএফের ১০৭ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা চড়ুইগাছির সুমন মণ্ডল নামে এক যুবককে আটক করে ১০টি সোনার বিস্কুট উদ্ধার করে শুল্ক বিভাগের কাছে হস্তান্তর করেছিল। শুল্ক বিভাগের সামনে ধৃত সুমন জানায় যে, সে ২০টি সোনার বিস্কুট এনেছিল। বিএসএফ ১০টি বিস্কুট রেখে বাকি ১০টি বিস্কুট-সহ তাকে শুল্ক দফতরের কাছে হস্তান্তর করে। এই বিষয়ে শুল্ক বিভাগ সীমান্ত রক্ষী বাহিনীর কাছে নিশ্চিত হতে গেলে সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা অবাক হয়ে যান। এরপর সীমান্তের গেট বন্ধ রেখে বিশেষ তল্লাশি অভিযান চালানো হয়। আর তাতেই শুক্রবার উদ্ধার হয় আরও ১০টি সোনার বিস্কুট। সুমন মণ্ডল এই বিস্কুটগুলি জমিতে লুকিয়ে রেখেছিল বলে বিএসএফের দাবি। উদ্ধার হওয়া বিস্কুটগুলির ওজন ১১৬৬.৪৬০ গ্রাম। আন্তর্জাতিক বাজারে যার মূল্য ৬২ লক্ষ ৫১ হাজার ৫৯ টাকা। বাজেয়াপ্ত সোনার বিস্কুটগুলি বনগাঁ শুল্ক বিভাগর কাছে হস্তান্তর করা হয়েছে৷

অন্যদিকে, ২৪ মার্চ আদালত থেকে জামিনে ছাড়া পাওয়ার পর সুমনকে তার সঙ্গী পাচারকারীরা ব্যাপক মারধর করে। ভয়ে সে বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। তাকে বনগাঁ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএসএফের দাবি, শুল্ক দফতরের কাছে মিথ্যা বয়ান দিয়ে বিএসএফের বদনাম করার চেষ্টা করেছিল সুমন।

Gold Biscuits Recovered at Bongaon Border

আরও পড়ুন : Tiger panicked at Mathabhanga ফের বাঘ আতঙ্ক মাথাভাঙার জোরপাটকি গ্রামে, সিসিটিভি ও খাঁচা বসানোর দাবি

————
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular