Saturday, July 27, 2024
Homeরাজ্যদক্ষিণ ২৪ পরগণাfootprints of Royal Bengal Tiger in Gosaba বছর শেষে ফের লোকালয়ে বাঘের...

footprints of Royal Bengal Tiger in Gosaba বছর শেষে ফের লোকালয়ে বাঘের পায়ের ছাপ! আতঙ্কে ঘরবন্দি গোসাবার মানুষজন

শম্ভুনাথ মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা, ইন্ডিয়া নিউজ বাংলা : কুলতলির পর ফের লোকালয়ে বাঘের পায়ের ছাপ। বছর শেষের আগের দিন এবার বাঘের ভয়ে আতঙ্কিত গোসাবার মানুষজন। খবর পাওয়া মাত্রই বাঘকে খাঁচাবন্দি করতে ময়দানে নেমেছে বন দফতরের আধিকারিকরা। বাঘ বন্দি করতে পাতা হয়েছে জাল।

বাঘের পায়ের ছাপ! আতঙ্কে ঘরবন্দি গোসাবার মানুষজন footprints of Royal Bengal Tiger in Gosaba

আরও পড়ুন : Two arrested on charges of forging documents জাল নথি তৈরির অভিযোগ, বারাসতে গ্রেফতার দুই

গ্রামবাসী সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে গোসাবার সাতজেলিয়ার চরগেরি এলাকা সংলগ্ন জঙ্গলে ঢুকে পড়ে বাঘ। স্থানীয়রা বিষয়টি টের পাওয়ার পর স্বাভাবিক ভাবেই তীব্র আতঙ্ক ছড়ায় এলাকায়। পটকা ফাটিয়ে বাঘ তাড়ানোর চেষ্টা করার পাশাপাশি খবর দেওয়া হয় বন দফতরে। দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও এখনও হদিশ মেলেনি বাঘের। তবে এলাকায় পাওয়া গিয়েছে একাধিক পায়ের ছাপ। স্থানীয়দের দাবি, ম্যানগ্রোভের জঙ্গলে লুকিয়ে রয়েছে দক্ষিণরায়। বন দফতরের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই জঙ্গলে জাল পাতা হয়েছে। তবে বাঘ ধরা না পড়া পর্যন্ত শান্তি নেই স্থানীয়দের। সম্প্রতি কুলতলিতে ঢুকে পড়েছিল সুন্দরবনের একটি বাঘ। টানা ছয় দিনের চেষ্টায় বাঘটিকে ঘুমপাড়ানি গুলি ছুড়ে কাবু করে বন দফতেরর কর্মীরা। এরপর সেই বাঘটিকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

———-
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular