Sunday, September 8, 2024
Homeরাজ্যদক্ষিণ ২৪ পরগণাFirearms recovered in Magrahat আগ্নেয়াস্ত্র নিয়ে ভিডিও রিলস সোশ্যাল মিডিয়ায়, মগরাহাটে গ্রেফতার...

Firearms recovered in Magrahat আগ্নেয়াস্ত্র নিয়ে ভিডিও রিলস সোশ্যাল মিডিয়ায়, মগরাহাটে গ্রেফতার যুবককে জিজ্ঞাসাবাদ চালিয়ে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র

শম্ভুনাথ মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা, ইন্ডিয়া নিউজ বাংলা: Firearms recovered in Magrahat আগ্নেয়াস্ত্র নিয়ে রিলস ভিডিও করে ইনস্টাগ্রামে আপলোড। আর সেই সূত্র ধরেই মগরাহাট থেকে ডায়মন্ড হারবারের এসডিপিও মিতুন কুমার দের নেতৃত্বে বিশেষ অভিযানে মগরাহাট থানার পুলিশ গ্রেফতার করল এক যুবককে। ধৃতের নাম ইমরান খান (২০)। সে বিলান্দাপুর এলাকার বাসিন্দা। জানা যাচ্ছে, রিলস ভিডিওর সূত্র ধরে এই অভিযানে গ্রেফতার হওয়া যুবককে জেরা করে মগরাহাটের মাইতলা এলাকায় অভিযান চালিয়ে ৮টি আগ্নেয়াস্ত্র-সহ ১২ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মগরাহাট থানার বিলান্দাপুর খালাপাড়ের বাসিন্দা বছর ২০ যুবক ইমরান খান নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আগ্নেয়াস্ত্র নিয়ে ভিডিও রিলস করে আপলোড করে। আর এই ঘটনা পুলিশের নজরে আসলেই মঙ্গলবার গভীর রাতে ডায়মন্ড হারবারের এসডিপিও মিতুন দে ও মগরাহাট থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক ধীমান বৈরাগীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদ চালিয়ে মাইতলা এলাকা থেকে ৮টি আগ্নেয়াস্ত্র ও ১২ রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ। Firearms recovered in Magrahat

পাশাপাশি একই রাতে উস্থি থানার দেউলার নাজরা থেকেও ৫ টি তাজা বোমা সহ ২ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম সেলিম সেখ ও আলাউদ্দিন সেখ দেউলার নাজরার বাসিন্দা। উস্থি থানা এলাকার কেয়াকোনাতে সম্প্রতি বোমা বিস্ফোরণে আহত হয়েছিল ১ শিশু। এরপর থেকেই এলাকায় কড়া নজরদারি চালাচ্ছিল পুলিশ। ধৃত ৩ জনকে আজ ডায়মন্ড হারবার আদালতে পেশ করা হবে।

Firearms recovered in Magrahat

আরও পড়ুন : Unseasonal rains cause Potato damage অসময়ের বৃষ্টিতে আলু চাষে ক্ষতি, মাথায় হাত চাষিদের

————
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular