আরজি কর-কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে। তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার পরের দিনই নাকি হাসপাতাল সংস্কারের কাজ করতে নির্দেশ দিয়েছিলেন ওই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh)। গত ১০ অগাস্ট পূর্ত দফতরের ইঞ্জিনিয়ারকে একটি চিঠি লিখেছিলেন সন্দীপ। সেই চিঠিতে নাকি তিনি আরজি করে সব বিভাগের ডাক্তারদের ঘর সংস্কার, মেরামতের নির্দেশ দিয়েছিলেন৷
কী লেখা ছিল চিঠিতে?
পূর্ত দফতরকে লেখা সন্দীপ ঘোষের (Sandip Ghosh) একটি চিঠির প্রতিলিপি ((যা যাচাই করেনি ইন্ডিয়া নিউজ বাংলা) বিভিন্ন সংবাদ মাধ্যম সামনে এসেছে। সেই চিঠিতে সেমিনার রুম সংলগ্ন শৌচাগার ভাঙায় স্বাস্থ্যভবনের সম্মতির কথা জানা গিয়েছে। সন্দীপের সই করা অর্ডারের কপি থেকে জানা গিয়েছে, স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার সম্মতিতেই শৌচাগার ভাঙা হয়েছিল।
আরও পড়ুন : Dev: ‘কন্যাশ্রী-রূপশ্রীর কোনও মানে নেই যদি…’, আরজি কর-কাণ্ডে গর্জন দেবের
যেদিন আরজি কর হাসপাতালের সেমিনার রুমে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়, তার পর দিনই চেষ্ট মেডিসিন বিভাগে সংস্কারের নির্দেশ দিয়েছিলেন সন্দীপ (Sandip Ghosh)। সেই নির্দেশ অনুযায়ীই সংস্কারের কাজ শুরু হয়েছিল পাশের শৌচাগারে। জুনিয়র ডাক্তারদের বাধায় পরে বন্ধ হয়ে যায় সেই কাজ। প্রমাণ লোপাটের চেষ্টায় সেমিনার রুম সংলগ্ন শৌচাগার ভাঙার অভিযোগ ওঠে সন্দীপের বিরুদ্ধে৷
উল্লেখ্য, আরজি করের আর্থিক দুর্নীতির অভিযোগে বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছেন সন্দীপ ঘোষ।