আরজি কর-কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছে বাংলা তথা সমগ্র দেশ। তিলোত্তমার বিচারের দাবিতে এক হয়েছে কণ্ঠস্বর। আর এই আবহেই আরজি করের ঘটনার নিন্দা করলেন ঘাটালের তৃণমূল সাংসদ-অভিনেতা দেব। তিনি (Dev) সাফ বললেন, মেয়েদের বাঁচাতে না পারলে কন্যাশ্রী, রূপশ্রী বা বেটি বাঁচাও প্রকল্পের কোনও মানে নেই।
ঠিক কী বলেছেন দেব?
ঘাটালের একটি কর্মসূচিতে যোগ দিতে আসেন দেব (Dev), আর সেখানেই তিনি আরজি কর-কাণ্ড নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘মেয়েদের বাঁচাতে না পারলে কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্পের কোনও মানে নেই।’ তিনি তীব্র ধিক্কার জানান এই ঘটনার।
আরও পড়ুন: RG Kar Protest: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে নিভল রাজভবনের আলোও
দেব (Dev) আরও বলেন, ‘অত্যন্ত দুঃখজনক ঘটনা। তীব্র প্রতিবাদ জানানো উচিত এই নিন্দনীয় ঘটনার। এরপর আর কোনও মেয়ের নাম যাতে তিলোত্তমা না রাখতে হয় সেটার ব্যবস্থা করা উচিত। সোশ্যাল মিডিয়ায় দেখেছি অসমের মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রীকে কিছু বলেছেন। আবার আমাদের মুখ্যমন্ত্রী অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে কিছু বলছেন। রাজনৈতিক দলগুলো একে অন্যকে দোষারোপ করছে। এটা বাংলা বা কোনও রাজ্যের সমস্যা নয়। এটা আমাদের দেশের ইস্যু।’
দেবের (Dev) মতে, ‘সব দলকে নিয়ে একটা বৈঠক ডেকে কেন্দ্রের আলোচনা করা উচিত। এটা কীভাবে আটকানো যায়, কী করা উচিত, অপরাধীদের কী শাস্তি দেওয়া উচিত সেটা নিয়ে আলোচনা প্রয়োজন।’
দেব (Dev) আরও বলেন, ‘শান্তিপ্রিয় আন্দোলনকে সমর্থন করছি। এই আন্দোলনকে এমন ভাবে দেখতে চাই যে, ভারতের মানুষ ১০০ বছর মনে রাখবে। তারা মনে রাখবে এই আন্দোলনের হাত ধরেই ধর্ষণ-বিরোধী আইন হয়েছে। এই আন্দোলনের পর আর কারও নাম তিলোত্তমা দিতে হয়নি। তাহলেই আন্দোলনের জয় হবে। আন্দোলনকারীদের জয় হবে।’