অমিত সরকার, ইন্ডিয়া নিউজ বাংলা, কোচবিহার:
Coochbehar Municipality Election result TMC win 15 কোচবিহার পৌরসভার নির্বাচনে তৃণমূলের সবুজ ঝড় দেখা গেল। তাৎপর্যের, বিজেপি একটি আসনও জিততে পারেনি। তবে বামেরা দখল করেছে কয়েকটি আসন।
কোচবিহারে জেলায় পৌরসভা রয়েছে মোট ৬টি। সবকটি তৃণমূলের দখলে রয়েছে।
কোচবিহার সদর পৌরসভা
দিনহাটা পৌরসভা
তুফানগঞ্জ পৌরসভা
মেখলিগঞ্জ পৌরসভা
হলদিবাড়ি পৌরসভা
মাথাভাঙ্গা পৌরসভা
Coochbehar Municipality Election result TMC win 15
সবকটিতেই তৃণমূল জয়লাভ করেছে। ইতিমধ্যে হলদিবাড়ি পৌরসভা তে ১১ টি ওয়ার্ড রয়েছে আগেই তৃণমূল জয়লাভ করেছে। মেখলিগঞ্জ পৌরসভায় ৯টি ওয়ার্ড রয়েছে তাতেও তৃণমূল জয়লাভ করেছে। তুফানগঞ্জে ১২ টির মধ্যে সবগুলোতে তৃণমূল জয়লাভ করেছে । দিনহাটা বিনা প্রতিদ্বন্দিতায় তারা আগে থেকেই ১৬টি জয়লাভ করে বসে আছে। মাথাভাঙ্গা পৌরসভা ১২ টি ওয়ার্ড রয়েছে তাতে দুটিতে বিনা প্রতিদ্বন্দীতায় আগেই জিতে বসে রয়েছে, বাকি ১০ টিতেও জয়লাভ করেছে। এবং কোচবিহার সদর পৌরসভা মোট আসন ৯টি তার মধ্যে ৪টি তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে এবং তিনটিতে নির্দল জয়লাভ করেছে আর বাকি দুটি সিপিএম জয়লাভ করেছেন।
Coochbehar Municipality Election result TMC win15 বিধানসভা ভোটে বিজেপি উত্তরবঙ্গে এত ভালো করা সত্ত্বেও পৌরসভা নির্বাচনে ফুল ফোটাতে পারল না
মূল আলোচ্য বিষয় যেখানে বিধানসভা ভোটে বিজেপি উত্তরবঙ্গে এত ভালো করা সত্ত্বেও পৌরসভা নির্বাচনে একটি তো ফুল ফোটাতে পারল না। ভোটে জিতে রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন মানুষের যে যে সমস্যা রয়েছে সেইগুলোকে নিখুঁত ভাবে খতিয়ে দেখে কাজ করা হবে এবং সাধারণ মানুষের এই বিষয়গুলো নিয়ে সমস্যা রয়েছে সেগুলোকে বেশি করে নজর দেওয়া হবে। ভোটের দিন বিজেপি খালি সন্ত্রাস সন্ত্রাসের কথা বলেছে, তাহলে এত যদি সন্ত্রাস হতো তাহলে বিজেপি কিভাবে এত ভোট পেল।
Coochbehar Municipality Election result, TMC win15 কোচবিহারে নিরঙ্কুশ তৃণমূল, তবে বামেদের অস্তিত্ব রক্ষা, কত পেল বিজেপি
দেখে নিন ওয়ার্ড ভিত্তিক ফলাফল
কোচবিহার পৌরসভার 20 টি ওয়ার্ডের ফলাফল
————————————————-
1 নম্বর ওয়ার্ড
———————————
চন্দনা মোহন্ত তৃণমূল কংগ্রেস-1397
লিপিকা বর্মন সিপিআইএম-872
সঞ্চিতা সাহা বিজেপি-888
বিজয় প্রার্থী চন্দনা মোহন্ত 509 ভোটে জয়ী হয়েছে
2 নম্বর ওয়ার্ড
——————————–
উজ্জল তর নির্দল-944
মীনা তর তৃণমূল কংগ্রেস-333
মহুয়া রায় বিজেপি-156
অঞ্জু মিত্র সিপি আই এম -41
বিজয় প্রার্থী উজ্জ্বল তর 611 ভোটে জয়ী হয়েছে
3 নম্বর ওয়ার্ড
—————————–
মায়া সাহা তৃণমূল কংগ্রেস-1337
কল্পনা সাহা সিপিআইএম-771
পম্পা পাল বিজেপি-538
বিজয়ী প্রার্থী মায়া সাহা 566 ভোটে জয়ী হয়েছে
4 নম্বর ওয়ার্ড
———————————
ভূষণ সিং নির্দল-1154
দেবাশীষ রাউত বিজেপি-907
তপন আচার্জী তৃণমূল কংগ্রেস-204
বিজয় প্রার্থী ভূষণ সিং 247 ভোটে জয়ী হয়েছে
5 নম্বর ওয়ার্ড
————————————-
দিলীপ সাহা তৃণমূল কংগ্রেস-1375
পবন কুমার বুচ্চা বিজেপি-787
পার্থ শীল সিপিআইএম -175
অরুণ কুমার দাস নির্দল-121
বিজয় প্রার্থী দিলীপ সাহা 585 জয়ী হয়েছে
6 নম্বর ওয়ার্ড
————————————-
শুভ্রাংশু সাহা নির্দল-1172
চন্দনা রজক তৃণমূল কংগ্রেস-663
বিনোদ রজক-268
বিজয় প্রার্থী শুভ্রাংশু সাহা 509 ভোটে জয়ী হয়েছে
7 নম্বর ওয়ার্ড
————————————–
পম্পা ভট্টাচার্যী তৃণমূল কংগ্রেস-622
সোমা সাহা ( বিশ্বাস) সিপিআইএম-420
সুমা হাজরা বিজেপি-184
বিজয় প্রার্থী পম্পা ভট্টাচার্যী 202 জয়ী হয়েছে
Coochbehar Municipality Election result: TMC win 15
8 নম্বর ওয়ার্ড
————————————-
রবীন্দ্রনাথ ঘোষ তৃণমূল কংগ্রেস-2165
পঙ্কজ কুমার বুচ্চা বিজেপি-1437
কৌশিক ঘোষ (কুমার) সিপিআইএম-241
বিজয় প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ 728 জয়ী হয়েছে
9 নম্বর ওয়ার্ড
———————————-
আমিনা আহমেদ তৃণমূল কংগ্রেস-1911
মীর মশাররফ হোসেন কংগ্রেস-165
স্বপন দাস বিজেপি-773
রেজিনা বানু ফরওয়ার্ড ব্লক-166
বিজয়ী প্রার্থী আমিনা আহমেদ 1138 জয়ী হয়েছে
10 নম্বর ওয়ার্ড
—————————————
রেবা কুন্ডু তৃণমূল কংগ্রেস-2077
অপর্ণা বিশ্বাস বিজেপি-447
নন্দা দেব সিপিআইএম-301
তুলশী নারায়ন (আচারিয়া) কংগ্রেস -34
বিজয় প্রার্থী রেবা কুন্ডু 1630 জয়ী হয়েছে
11 নম্বর ওয়ার্ড
————————————-
যুথিকা সরকার তৃণমূল কংগ্রেস-1893
পার্থপ্রতিম ঈশর কংগ্রেস-871
বিজয় প্রার্থী যুথিকা সরকার 1022 জয়ী হয়েছে
12 নম্বর ওয়ার্ড
———————————–
কমলেশ গোস্বামী তৃণমূল কংগ্রেস-1281
দেবজ্যোতি গোস্বামী সিপিএম-724
নিখিল দাস বিজেপি-520
অশোক কুমার ঘোষ কংগ্রেস-394
বিজয় প্রার্থী কমলেশ গোস্বামী 557 জয়ী হয়েছে
13 নম্বর ওয়ার্ড
———————————–
দীপক কুমার সরকার সিপিআইএম-781
রমাপতি গুপ্ত চৌধুরী তৃণমূল কংগ্রেস-673
অরিন্দম রয় বিজেপি-448
জ্যোতির্ময় চক্রবর্তী কংগ্রেস-148
বিজয় প্রার্থী দীপক কুমার সরকার 108 জয়ী হয়েছে
14 নম্বর ওয়ার্ড
————————————–
মিনতি বড়ুয়ার তৃণমূল কংগ্রেস-765
বিনোদিনী কারজি সিপিএম-468
মহুয়া সিংহ বিজেপি-328
ছায়া রানী বর্মন কংগ্রেস -29
বিজয়ী প্রার্থী মিনতি বড়ুয়ার 297 ভোটে জয়ী হয়েছে
15 নম্বর ওয়ার্ড
—————————————-
শম্পা রায় তৃণমূল কংগ্রেস-1088
সুশীলা রায় বিজেপি-672
দেবস্মিতা পাল নির্দল-578
সুরবালা দাস ফরওয়ার্ড ব্লক-233
অলি নারায়ন কংগ্রেস-106
বিজয় প্রার্থী শম্পা রায় 416 ভোটে জয়ী হয়েছে
Coochbehar Municipality Election result
16 নম্বর ওয়ার্ড
—————————————
অভিজিত দে ভৌমিক তৃণমূল কংগ্রেস-1119
তপন কুমার ঘোষ নির্দল-975
দেবাশিস ঘোষ বিজেপি-401
গোপাল বাড়ুই ফরওয়ার্ড ব্লক-337
বিজয় প্রার্থী অভিজিৎ দে ভৌমিক 144 ভোটে জয়ী হয়েছে
17 নম্বর ওয়ার্ড
———————————
শুভজিৎ কুন্ডু তৃণমূল কংগ্রেস-646
মহানন্দ সাহা সিপিআইএম-235
মিনতি দাস (ঈশর) কংগ্রেস-104
বিজয়ী প্রার্থী শুভজিৎ কুন্ডু 411 ভোটে জয় হয়েছে
18 নম্বর ওয়ার্ড
———————————
মধুছন্দা সেনগুপ্ত সিপিআইএম-1321
মিনতি রয় (মাহাতো) তৃণমূল কংগ্রেস-1138
মিতা সাহা বিজেপি-515
বিজয়ী প্রার্থী মধুছন্দা সেনগুপ্ত 187 ভোটে জয়ী হয়েছে
19 নম্বর ওয়ার্ড
———————————-
অভিজিৎ মজুমদার তৃণমূল কংগ্রেস-1682
নারায়ন চন্দ্র বিশ্বাস ফরওয়ার্ড ব্লক-870
টুম্পা দে বিজেপি-317
বিজয় প্রার্থী অভিজিৎ মজুমদার 812 ভোটে জয় হয়েছে
20 নম্বর ওয়ার্ড
———————————–
মোস্তাক আহমেদ তৃণমূল কংগ্রেস-1305
জয়ন্ত বনিক বিজেপি-1208
মহেন্দ্র থাপা কংগ্রেস-220
জয় প্রার্থী মোস্তাক আহমেদ 97 ভোটে জয়লাভ করেছে
কোচবিহার পুরসভায় মোট ২০টি আসন রয়েছে, তার মধ্যে ১৫ টি তৃণমূল কংগ্রেস পেয়েছে এবং তিনটি নির্দল পেয়েছে আর দুটি সিপিএম পেয়েছে, বিজেপি০।
Published by Samyajit Ghosh