২০২৩ সালের এপ্রিল মাসে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। গ্রেফতারির ১৫ মাস পর অবশেষে জামিন পেয়েছেন সুকন্য়া৷
তবে জামিন মিললেও বেঁধে দেওয়া হয়েছে একগুচ্ছ শর্ত। তাঁর ‘গতিবিধির’ উপরেও থাকবে নজর। জামিনের ক্ষেত্রে মোট ৮ শর্ত বেঁধে দিয়েছে আদালত।
সেই ৮টি শর্ত কী?
১) এই সংক্রান্ত মামলার যখনই শুনানি হবে তখনই তাঁকে আদালতে হাজির থাকতে হবে।
২) দিল্লিতে তিনি কোথায় রয়েছেন সেই ঠিকানা তদন্তকারীদের দিতে হবে। যাতে যে কোনও সময় তদন্তের স্বার্থে তাঁকে পাওয়া যায়।
৩) মোবাইল কখনও বন্ধ করে রাখা যাবে না। ফোন করলেই যাতে তাঁকে পাওয়া যায় সেটা নিশ্চিত করতে হবে।
৪) এই মামলার কোনও সাক্ষীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করতে পারবেন না সুকন্যা৷
আরও পড়ুন: Dev vs Kunal Ghosh: ‘তুমি চৈতন্যদেব সাজছো’, ফের দেবকে নিশানা কুণালের! পাল্টা দিলেন অভিনেতাও
৫) যে মোবাইল নম্বর তিনি সবসময় ব্যবহার করেন তা দিতে হবে তদন্তকারী অফিসারদের।
৬) বিদেশ যেতে গেলে সুকন্যার আদালতের অনুমতি প্রয়োজন। নিম্ন আদালতের অসম্মতি থাকলে তিনি দেশের বাইরে যেতে পারবেন না।
প্রসঙ্গত, গরু পাচার মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের করা মামলায় সোমবার দিল্লি হাইকোর্টে জামিন পেয়েছেন সুকন্যা। এই একই মামলায় তাঁর বাবা অনুব্রত তিহাড়ে বন্দি রয়েছেন।
এদিকে, সুকন্যা মণ্ডলের জামিনের খবর পেয়ে আশায় বুক বেঁধেছেন সুকন্যার বাবা অনুব্রত মণ্ডলের অনুগামীরাও। অনুব্রত নিজেও শীঘ্রই ফিরবেন বলে আশা করছেন আত্মীয় এবং অনুগামীরা।