Sunday, October 6, 2024
HomeবিনোদনMalaika Arora Father: ৬ তলা থেকে ঝাঁপ! প্রয়াত মালাইকা আরোরার বাবা অনিল...

Malaika Arora Father: ৬ তলা থেকে ঝাঁপ! প্রয়াত মালাইকা আরোরার বাবা অনিল মেহতা

আত্মঘাতী হয়েছেন মালাইকা অরোরার বাবা (Malaika Arora Father) অনিল মেহতা! মুম্বইয়ে বান্দ্রার ফ্ল্যাটের সাত তলা থেকে ঝাঁপ দেন তিনি। বুধবার সকালে এই খবর পেয়েই মালাইকার বাবার বাড়িতে পৌঁছন অভিনেত্রীর প্রাক্তন স্বামী আরবাজ খান। এই ঘটনার সময় শহরে ছিলেন না মালাইকা। খবর পেয়ে তিনি পুণে থেকে মুম্বই চলে আসেন।

কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে হাজির হন মালাইকার প্রাক্তন প্রেমিক অর্জুন কাপুর৷ এ ছাড়াও উপস্থিত হন মালাইকার ছেলে আরহান খান, আরবাজ খানের ভাই সোহেল খান এবং আরও অনেকে।

আরও পড়ুন: Arindam Sil: যৌন হেনস্থার অভিযোগ পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে, সাসপেন্ড করল ডিরেক্টরস গিল্ড

সূত্রের খবর, এখনও পর্যন্ত কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। অভিনেত্রীর বাবার (Malaika Arora Father) এই পদক্ষেপের পিছনের সম্ভাব্য কারণও জানা যায়নি। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷

উল্লেখ্য, মালাইকা অরোরার বাবা (Malaika Arora Father) অনিল অরোরা পাঞ্জাবি হিন্দু পরিবারের। ভারত সীমান্তে অবস্থিত ফাজিলকার বাসিন্দা ছিলেন তিনি। অনিল ভারতীয় মার্চেন্ট নেভিতে চাকরি করতেন। জয়েস পলিকার্পকে তিনি বিয়ে করেছিলেন। জানা যায়, মালাইকার যখন মাত্র ১১ বছর বয়স তাঁর বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular