সিতাই বিধানসভার উপনির্বাচনের প্রচারে এসে বুধবার সকালে কোচবিহার শহরের সাগরদিঘী পাড়ে প্রাতঃভ্রমণের পর ‘চায় পে চর্চায়’ বসলেন দিলীপ ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে একগুচ্ছ অভিযোগ জানিয়ে তিনি (Dilip Ghosh) বললেন, ‘উপনির্বাচনের ফল আগে থেকে বলা যায় না তবে সিতাই বারবার খবরের শিরোনামে এসেছে, তা হিংসা হোক, নারী পাচার হোক অথবা অনুপ্রবেশের সমস্যা হোক। যত অনৈতিক কাজ, হিংসা এখানেই হয়। এখানেও সরকার চেষ্টা করবে লুটপাট করে জেতার, বাংলাদেশ থেকে গুন্ডা নিয়ে আসবে।’
দিলীপের ‘চায় পে চর্চা’
তিনি (Dilip Ghosh) হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আগের মত এবারও পুরো শক্তি দিয়ে বিজেপি লড়াই করবে। এদিকে জন বার্লা প্রসঙ্গে তিনি বলেন – জন বার্লা একজন ট্রেড ইউনিয়ন লিডার। বিজেপি তাকে মন্ত্রী করেছে। যেটা কেউ কল্পনা করে না সেটা ওনাকে করেছে, এখন উনি ঠিক করবেন কী করবেন…।’
আরও পড়ুন : Amit Shah: ‘২০২৬ সালে বাংলায় পরিবর্তন আনুন, অনুপ্রবেশ রুখবে বিজেপি’, স্পষ্ট বার্তা শাহের
এর পাশাপাশি, সুপ্রিম কোর্টে অভয়া মামলার শুনানি প্রসঙ্গে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, ‘কোর্টের যে শুনানি তা নিয়ে মানুষের সন্দেহ রয়েছে। শুনানি হচ্ছে না, ডেট পিছিয়ে যাচ্ছে। বেশ কয়েক মাস হয়ে গেল সুপ্রিম কোর্ট নিজের থেকে হস্তক্ষেপ করেছেন। মানুষের বিশ্বাস আছে, একটা বিচার হবে। সিবিআইকে ওনারাই কাজ দিয়েছেন, তবে সিবিআই কতটা কাজ করছে ওনারা জানেন, আমরা জানতে পারছি না। আর এই ধরনের লজ্জাজনক ঘটনা যাতে পশ্চিমবঙ্গে না ঘটে তার দায়িত্ব সুপ্রিম কোর্টের।’
এদিন, নারী সুরক্ষা প্রসঙ্গে বিজেপি নেতা (Dilip Ghosh) বলেন,’ প্রতিদিন বহু মহিলা পশ্চিমবঙ্গে নির্যাতিত হচ্ছেন। নারীরা সুরক্ষিত নন। ছাত্ররা পড়া থেকে ফিরছেন না, মহিলারা কাজে গেলে ফিরছেন না, তাদের সুরক্ষার কোনও বিষয় নেই। দুর্ভাগ্য এটাই যে, মমতা ব্যানার্জির মহিলাদের নিয়ে কোনও চিন্তা নেই। তাঁর আমলেই মহিলারা সব থেকে বেশি অসুরক্ষিত। ৪৮ হাজারেরও বেশি কেস হয়ে গিয়েছে। কোনও চার্জশিট হয় না, এফআইআরই হয় না’, বলে অভিযোগ দিলীপ ঘোষের।