Wednesday, December 18, 2024
Homeরাজ্যজলপাইগুড়িAdministration vacated government land in Jalpaiguri হাসপাতালের সামনে বেআইনি ব্যবসা, জলপাইগুড়িতে দখলমুক্ত...

Administration vacated government land in Jalpaiguri হাসপাতালের সামনে বেআইনি ব্যবসা, জলপাইগুড়িতে দখলমুক্ত সরকারি জমি

সুপ্রিয় বসাক, জলপাইগুড়ি, ইন্ডিয়া নিউজ বাংলা: জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে সরকারি জমি ও ফুটপাত দখলমুক্ত করল প্রশাসন। দীর্ঘদিন ধরে সরকারি জমিতে বেআইনিভাবে দোকানঘর বানিয়ে ব্যবসা চালাচ্ছিলেন স্থানীরা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সুপার স্পেশালিটি হাসপাতালের উল্টো দিকের জমিতে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। যেখানে মেডিক্যাল কলেজ করা হবে তার সামনে জায়গা দখল করে দোকান তৈরি করা হয়েছিল। দোকান থাকায় সকলকেরই সমস্যা হচ্ছিল। রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দেশে সব দোকান সরিয়ে দিতে জেলা প্রশাসনকে বলা হয়েছিল।

আরও পড়ুন : Who is Piyush Jain কে পীযূষ জৈন যার বাড়ি থেকে উদ্ধার হল ২৫০ কোটি টাকা

Administration vacated government land in Jalpaiguri সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে সরকারি জমি ও ফুটপাত দখলমুক্ত

এর আগে জেলা প্রশাসন মাইকিং করে সকল ব্যবসায়ীকে সর্তক করে। প্রশাসনের তরফ থেকে বলা হয় ২৭ ডিসেম্বরের মধ্যে সরকারি জমি দখলমুক্ত করতে হবে। না হলে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে। সেই নির্দেশ মতো মঙ্গলবার প্রশাসনের তরফ থেকে জেসিবি মেশিন আনা হয় দোকান ভাঙার জন্য। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ সেন-সহ বিশাল পুলিশ বাহিনী এবং পূর্ত দফতরের প্রতিনিধিরা। তবে প্রশাসনকে জেসিবি নামাতে হয়নি। ব্যবসায়ীরা নিজেরাই সব দোকান ভেঙে দিলেন। প্রায় ৫০টি দোকান ছিল সরকারি জমি দখল করে। এদিকে বিকল্প দোকান  না থাকায় সুপার স্পেশালিটি হাসপাতালে আসা রোগীর পরিজনরা খাদ্যের সন্ধানে সমস্যায় পড়েছেন। পানীয় জল ও খাবার পেতে বেগ পেতে হচ্ছে রোগীর পরিজনদের।

—————
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular