Monday, May 20, 2024
HomeNationalPM Modi Ferozepur Rally Canceled : পঞ্জাবে প্রধানমন্ত্রীর কনভয়ের সামনে বিক্ষোভ, ফিরোজপুর...

PM Modi Ferozepur Rally Canceled : পঞ্জাবে প্রধানমন্ত্রীর কনভয়ের সামনে বিক্ষোভ, ফিরোজপুর ফ্লাইওভারে ২০ মিনিট আটকে থাকল নরেন্দ্র মোদির কনভয়

 পঞ্জাব,ইন্ডিয়া নিউজ
   পঞ্জাবের ফিরোজপুরে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা ছিল কিন্তু খারাপ আবহাওয়ার কারণে এই সমাবেশ বাতিল করা হয়। এর পরে প্রধানমন্ত্রী মোদী হোসেনিওয়ালা সীমান্তে অবস্থিত শহীদ স্মৃতিসৌধে পৌঁছেন যেখানে তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লি ফিরে আসার জন্য বিমানবন্দরে ফিরছিলেন কিন্তু কিছু বিক্ষোভকারী তাঁর কনভয়কে থামানোর চেষ্টা করেন।

বিক্ষোভকারীরা আটকে দিল প্রধানমন্ত্রীর কনভয়

আসলে, দিল্লিতে ফেরার জন্য ভাতিন্ডার ভাসিয়ানা বিমানঘাঁটিতে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী মোদী। এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন সড়কপথে ফিরছিলেন, ফিরোজপুর ফ্লাইওভারের শহীদ স্মৃতিসৌধ থেকে ফেরার সময় কিছু বিক্ষোভকারী রাস্তায় স্লোগান দিতে থাকে। বিক্ষোভের কারণে
প্রধানমন্ত্রীর পঞ্জাব  সফরের জন্য, 10 হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছিল। এমতাবস্থায়, যখন প্রধানমন্ত্রীর কর্মসূচি আগেই ঠিক করা ছিল এবং ওই সব সড়কে পুলিশি নজরদারি ছিল, তখন আন্দোলনকারীরা কীভাবে মহাসড়কে পৌঁছল, তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে।

প্রধানমন্ত্রীর নিরাপত্তায় বড়সড় গলদ

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং পঞ্জাব সরকার প্রধানমন্ত্রীর নিরাপত্তার ত্রুটি নিয়ে আবারও বাক যুদ্ধে নেমেছে।স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে উদ্বেগ প্রকাশ করে জানানো হয়েছে যে প্রধানমন্ত্রীর নিরাপত্তা  গলদের  বিষয়টি যেভাবে ঘটেছে, এটি একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। আমরা পঞ্জাব সরকারের কাছে বিশদ রির্পোট চাওয়া হয়েছে। গাফিলতির দায় কার তা খতিয়ে দেখা হচ্ছে। শুধু তাই নয়, গাফিলতির জন্য দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

Also Read : Became Rich In A Few years :  উত্তরপ্রদেশে হঠাৎ ধনী হওয়া ২৯ জনের তালিকা তৈরি করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular