Saturday, December 7, 2024
Homeরাজ্যCHILD LINE RESCUE GIRL FROM CHILD MARRIAGE, নাবালিকার বিয়ে রুখে দিল...

CHILD LINE RESCUE GIRL FROM CHILD MARRIAGE, নাবালিকার বিয়ে রুখে দিল হলদিবাড়ি চাইল্ড লাইন এর সদস্যরা

নাবালিকার বিয়ে রুখে দিল হলদিবাড়ি চাইল্ড লাইন এর সদস্যরা

অমিত সরকার,কোচবিহার, ইন্ডিয়া নিউজ বাংলাঃ  এ রাজ্যের কিছু সংখক মানুষ যে নাবালিকার বিয়ে প্রসঙ্গে এখনো সচেতন নয়, সেই ছবি দেখা গেল মেখলিগঞ্জের চর্চরাবাড়িতে l গতকাল রাতের অন্ধকারে হঠাৎই অভিযান চালিয়ে ১৪ বৎসর বয়সী এক নাবালিকার বিয়ে রুখে দিল হলদিবাড়ি চাইল্ড লাইন ( CHILD LINE, https://www.childlineindia.org/ ) এর সদস্যরা l

 

 

ময়নাগুড়ির ১৪ বৎসর বয়সী নাবালিকার পরিবারের আর্থিক অবস্থা খারাপ থাকার কারণে, মেখলিগঞ্জ ব্লকের চর্চরাবাড়ি এলাকার ২৫ বছর বয়সের এক যুবক তার পরিবারের সম্মতিতে, ওই মেয়েকে নিজের বাড়িতে নিয়ে আসে বিয়ে করার জন্য l

 

ভোর প্রায় 8 নাগাদ বিয়ের সময় ছিল l অতর্কিতে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালায় হলদিবাড়ি চাইল্ড লাইনের সদস্যরা l তারাই ঘটনাস্থল থেকে ওই নাবালিকাকে উদ্ধার করে নিয়ে যায় l

https://vymaps.com/IN/Haldibari-Child-Line-476524806029807/

Published By: Samyajit Ghosh

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular