Saturday, July 27, 2024
HomePOLITICSRahul and Priyanka Gandhi Padyatra in Amethi : শনিবার আমেঠিতে পদযাত্রা করবেন...

Rahul and Priyanka Gandhi Padyatra in Amethi : শনিবার আমেঠিতে পদযাত্রা করবেন রাহুল ও প্রিয়াঙ্কা

ইন্ডিয়া নিউজ বাংলা : ২০২২-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে প্রত্যাবর্তনের লক্ষ্যে আগামীকাল শনিবার আমেঠিতে যাচ্ছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি এবং প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি। আমেঠি লোকসভার অন্তর্গত জগদীশপুর থেকে হরিমাউ গ্রাম পর্যন্ত ৬ কিলোমিটার পদযাত্রা করবেন তাঁরা। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির স্মৃতি ইরানির কাছে হেরে যাওয়ার পর রাহুল গান্ধি দ্বিতীয়বারের জন্য আমেঠি সফর করছেন। জেলা কংগ্রেসের মুখপাত্র অরবিন্দ চতুর্বেদী জানিয়েছেন, ১৮ ডিসেম্বর সকালে লখনউয়ের আমৌসি বিমানবন্দরে পৌঁছাবেন প্রিয়াঙ্কা-রাহুল। সেখান থেকে রাহুল এবং প্রিয়াঙ্কা সড়কপথে যাবেন আমেঠিতে।

Rahul and Priyanka Gandhi Padyatra in Amethi : শনিবার আমেঠিতে পদযাত্রা করবেন রাহুল ও প্রিয়াঙ্কা

একদিনের এই সফরে আমেঠির সংরক্ষিত বিধানসভা আসন জগদীশপুরের রামলীলা ময়দান থেকে হরিমাউ গ্রামে ৬ কিলোমিটার পদযাত্রায় অংশ নেবেন রাহুল ও প্রিয়াঙ্কা। অরবিন্দ চতুর্বেদী আরও জানিয়েছেন, ‘হরিমাউতে পদযাত্রা শেষ হলে সেখানে তাঁরা ভাষণ দেবেন। তাঁদের এই সফর ঘিরে ইতিমধ্যেই উন্মাদনা তুঙ্গে। সফর সফল করতে কংগ্রেস কর্মীরা পূর্ণ শক্তি প্রয়োগ করছেন। বহুদিন পর আমেঠিতে রাহুল গান্ধি আসছেন বলে তাঁকে স্বাগত জানাতে কোনও রকম খামতি রাখছেন না কংগ্রেস কর্মীরা। রাহুল ও প্রিয়াঙ্কাকে স্বাগত জানাতে বিভিন্ন জায়গায় তোরণও তৈরি করা হয়েছে।’

উত্তরপ্রদেশ কংগ্রেস কমিটির সদস্য নরেন্দ্র মিশ্র বলেছেন যে, ‘আমেঠির সঙ্গে রাহুল-প্রিয়াঙ্কার পারিবারিক সম্পর্ক রয়েছে। সবসময় তাঁরা আমেঠির মানুষজনের কথা চিন্তা করেন এবং কাজ করেন।’ জগদীশপুর বিধানসভা আসনটি সম্পর্কে জানতে চাইলে নরেন্দ্র জানান যে, ‘সংরক্ষিত আসন এটি। জগদীশপুরের বর্তমান বিধায়ক বিজেপির সুরেশ পাসি। যিনি যোগী সরকারের একজন মন্ত্রীও বটে।’

…………..
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular