সাম্যজিৎ ঘোষ, ইন্ডিয়া নিউজ বাংলা : চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সৌরভ গাঙ্গুলিকে আইসোলেশনে থাকতে হবে। ১৪ দিন তাঁকে হোম কোয়ারেন্টাইনে থাকবে হবে। তাঁর শারীরিক অবস্থা এখন ভালো। সমস্ত প্যারামিটার স্বাভাবিক রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।
Sourav Ganguly returns home after 4 days in hospital ঘরে ফিরে ১৪ দিন গৃহবন্দি থাকতে হবে সৌরভকে
শুক্রবার তাঁর জেনোম সিকোয়েন্সিংয়ের রিপোর্ট কল্যাণীর এক হাসপাতাল থেকে আসে। তারপরেই সৌরভকে ছাড়ার সিদ্ধান্ত নেন তাঁর চিকিৎসায় নিযুক্ত চিকিৎসকদের দল। আপাতত তাঁর চিকিৎসকদের পরামর্শ মেনেই চলতে হবে। সমস্ত করোনা প্রোটোকল মেনে চলতে হবে বাড়িতেও। এছাড়া চিকিৎসা ক্ষেত্রে তাঁর যাবতীয় আসুধপত্র চলবে। ভিটামিন সি জাতীয় ট্যাবলেট নিয়মিত তাঁকে নিতে হবে। ফুসফুস যাতে স্বাভাবিক থাকে তার জন্য তাঁকে উষ্ণ ভাব নিতে হবে। এছাড়া ১৪ দিন কোয়ারেন্টাইনের পরই সৌরভকে বাড়ি থেকে বেরোনোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকের দল। শুক্রবার তাঁর রিপোর্ট নেগেটিভ আসার পরেই তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। সেই মত শুক্রবার আলিপুরের বেসরকারি হাসপাতাল থেকে তাকে ছাড়া হল। হাসি মুখ নিয়ে হাসপাতাল থেকে বের হন মহারাজ। হাত নাড়িয়ে তিনি সুস্থ আছেন ভালো আছেন, সেই ইঙ্গিতই দিলেন।
Published by Subhasish Mandal