Monday, May 20, 2024
Homeখেলা4 members of England Team Covid positive, Ponting-Botham in Isolation ইংল্যান্ড দলে করোনার...

4 members of England Team Covid positive, Ponting-Botham in Isolation ইংল্যান্ড দলে করোনার হানা, অ্যাশেজ নিয়ে শঙ্কা, ধারাভাষ্য দলে পন্টিং-বথাম নিভৃতবাসে

4 members of England Team Covid positive, Ponting-Botham in Isolation   ইংল্যান্ড দলে করোনার হানা, অ্যাশেজ নিয়ে শঙ্কা, ধারাভাষ্য দলে পন্টিং-বথাম নিভৃতবাসে

ইন্ডিয়া নিউজ বাংলাঃ    সোমবার মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হল আধাঘণ্টা দেরিতে।কারণ ইংল্যান্ড দল মাঠে আসে দেরিতে। খেলা শুরু হওয়ার আগে জানা যায় সফরকারী শিবিরে করোনার হানা। তারপরও এদিন বল মাঠে গড়াল। কিন্তু চলতি অ্যাশেজ সিরিজ হওয়া নিয়ে জেগেছে শঙ্কা।

র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় কোভিড পজিটিভ হন ইংল্যান্ডের সাপোর্ট স্টাফের দুজন ও সাপোর্ট স্টাফদের পরিবারের দুজন সদস্য

মেলবোর্নে দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে নিয়মিত র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় কোভিড পজিটিভ হন ইংল্যান্ডের সাপোর্ট স্টাফের দুজন ও সাপোর্ট স্টাফদের পরিবারের দুজন সদস্য। দিনের খেলা হওয়া নিয়েই তখন শঙ্কা। পরে ইংল্যান্ডের পুরো স্কোয়াডের অ্যান্টিজেন পরীক্ষা করানো হয়। এই প্রক্রিয়ার জন্যই তাদের মাঠে যেতে দেরি হয়। বাকি সবাই নেগেটিভ হওয়ার পর দল মাঠে যায় এবং খেলা শুরু হয়। পজিটিভ চারজনকে আইসোলেশনে পাঠানো হয় সঙ্গে সঙ্গেই।

আরও পড়ুন : Dravid breaks silence on Kohli’s white Ball Captaincy row  বিরাট কোহলির সাদা বলের অধিনায়কত্ব  বিতর্কে মুখ খুললেন রাহুল দ্রাবিড়

সোমবার দিনের খেলা শেষে সবার পিসিআর পরীক্ষা করানো হবে

সোমবার দিনের খেলা শেষে সবার পিসিআর পরীক্ষা করানো হবে। তার ফলের ওপর নির্ভর করবে অনেক কিছু। দ্বিতীয় দিনের খেলা চলার সময়ও সবাইকে বাড়তি সতর্কতা দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।

শুধু ইংল্যান্ড দলেই নয় অস্ট্রেলিয়ান টেলিভিশন ব্রডকাস্টার চ্যানেল সেভেনের দুজন সদস্যও কোভিড পজিটিভ হয়েছেন। অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং, ইংলিশ কিংবদন্তি ইয়ান বোথাম সহ মূল ধারাভাষ্য দলের সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে। পিসিআর পরীক্ষায় নেগেটিভ না হওয়া পর্যন্ত তাদেরকে আইসোলেশনে থাকতে হবে।

Published by Samyajit Ghosh

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular