Saturday, September 23, 2023
HomePolice POLICE FITNESS TRAINING, পুলিশকর্মীদের শরীর চর্চা

 POLICE FITNESS TRAINING, পুলিশকর্মীদের শরীর চর্চা

 

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই মালদা পুলিশের মধ্যে শুরু হয়েছে যোগব্যায়াম ও শরীরচর্চার তৎপরতা। 

সম্প্রতি মালদায় প্রশাসনিক বৈঠক করতে এসে পুরাতন মালদা থানার আইসি হীরক বিশ্বাসের মোটা শরীর দেখে ধমক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বলেছিলেন শরীর চর্চা করেন তো। কাজের ফাঁকে শরীরচর্চা করতে হবে‌। তার পর পরই গাজোল থানার আইসি রণবীর বাগের উদ্যোগে শুরু হয়েছে সংশ্লিষ্ট থানার পুলিশকর্মী ও সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে যোগ ব্যায়াম এবং শরীরচর্চার প্রশিক্ষণ ।

প্রত্যেকদিন কাকভোরে গাজোল বি.এস.এ ময়দানে চলছে সিভিক ভলেন্টিয়ার ও পুলিশ কর্মীদের শরীরচর্চা।

যার নেতৃত্বে রয়েছেন গাজোল থানার আইসি রণবীর বাগ , এস.আই বিশ্বজিৎ দাসের মত পুলিশের উচ্চ পদস্থ কর্তারা ।

 

 

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular