Wednesday, September 18, 2024
HomeBreakingSitaram Yechury: বাহাত্তরে লড়াই থামল, বৃহস্পতিবার প্রয়াত সীতারাম ইয়েচুরি

Sitaram Yechury: বাহাত্তরে লড়াই থামল, বৃহস্পতিবার প্রয়াত সীতারাম ইয়েচুরি

প্রয়াত সিপিআইএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। বয়স হয়েছিল ৭২ বছর। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি৷ নয়াদিল্লির এইমস হাসপাতালে ভর্তি ছিলেন ইয়েচুরি। বৃহস্পতিবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কী হয়েছিল?

জানা যায়, গত ১৯ অগাস্ট শ্বাসযন্ত্রে গুরুতর সংক্রমণ ধরা পড়ার পর সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ভর্তি করা হয়েছিল দিল্লির এইমস-এ। আইসিইউ-তে রাখা হয়েছিল তাঁকে। ৯ সেপ্টেম্বর রাতে তাঁর অবস্থার অবনতি হয়। বৃহস্পতিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। জানা যায়, তাঁর ফুসফুসে সংক্রমণ ছিল, নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি৷

আরও পড়ুন: Buddhadeb Bhattacharjee : প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

সীতারামের প্রয়াণে শোকের ছায়া নেমে আসে রাজনৈতিক মহলে। শোকপ্রকাশ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘জাতীয় রাজনীতিতে বড় ক্ষতি।’

উল্লেখ্য, ১৯৫২ সালের ১২ অগাস্ট জন্ম হয় সীতারাম ইয়েচুরির। ১৯৯২ সাল থেকে সিপিএমের পলিটব্যুরোর সদস্য ছিলেন তিনি। ২০০৫ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সদস্য ছিলেন ইয়েচুরি।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular