Sunday, October 6, 2024
HomeBreakingModi 3.0: মোদীর জন্মদিনেই ১০০ দিন পূর্ণ করল তৃতীয় মোদী সরকার

Modi 3.0: মোদীর জন্মদিনেই ১০০ দিন পূর্ণ করল তৃতীয় মোদী সরকার

১০০ দিন পূর্ণ হল তৃতীয় নরেন্দ্র মোদী সরকারের। এই উপলক্ষ্যে মোদী জানান, এই ক’দিনে দেশের উন্নতির জন্য কাজ করেছে তাঁর সরকার। দেশের সব ক্ষেত্র এবং সর্বস্তরের উন্নতির জন্যই কাজ হয়েছে বলে দাবি করেন মোদী। উল্লেখ্য, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনও।

আরও পড়ুন: Census: শীঘ্রই শুরু হতে চলেছে জনগণনা, জাতিগণনা এখনও ধোঁয়াশায়!

তৃতীয় মোদী সরকারের ১০০ দিন পূর্তি এবং মোদীর জন্মদিন এবার একই দিনে পড়েছে। তৃতীয় মোদী সরকারের ১০০ দিনের পূর্তি উদযাপনে বিভিন্ন মন্ত্রকের পক্ষ থেকে ইতিমধ্যেই নানা পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে।

উল্লেখ্য, প্রতি বছর তাঁর জন্মদিনে দেশের বিভিন্ন জায়গায় সফর করেন মোদী এবং কিছু নতুন সরকারি প্রকল্প চালু করেন। আজ ১৭ সেপ্টেম্বর ওড়িশা গিয়েছেন তিনি এবং সেখানেই তাঁর জন্মদিন পালন করা হবে।

কী এই সুভদ্রা যোজনা?

এই ওড়িশা সফরেই তিনি ওড়িশার মহিলাদের জন্য সুভদ্রা যোজনা উদ্বোধন করবেন। এই প্রকল্পের অধীনে প্রতি বছর ওড়িশার এক কোটি দুঃস্থ মহিলাকে বছরে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। জগন্নাথদেবের বোন সুভদ্রার নামানুসারে এই প্রকল্পের নামকরণ করা হয়েছে। আগামী ৫ বছর ধরে মহিলা গ্রাহকরা বছরে দু’টি কিস্তিতে মোট ১০ হাজার টাকা করে পাবেন বলে জানা গিয়েছে।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular