Sunday, October 6, 2024
HomeBreakingArvind Kejriwal: সুপ্রিম কোর্টে আবগারি দুর্নীতি মামলায় জামিন কেজরিওয়ালের

Arvind Kejriwal: সুপ্রিম কোর্টে আবগারি দুর্নীতি মামলায় জামিন কেজরিওয়ালের

অবশেষে স্বস্তি পেতে চলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার তাঁর জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল তাঁকে। আগেই তিনি ইডির মামলায় অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন। আর এবার সিবিআইয়ের মামলাতেও জামিন পেলেন কেজরিওয়াল৷

কী জানা যাচ্ছে?

৬ মাস পর জেলমুক্তি হতে চলেছে কেজরিওয়ালের। সামনেই হরিয়ানায় বিধানসভা নির্বাচন। তাই তার আগে কেজরিওয়ালের জামিন আপ শিবিরে যে অনেকটাই শক্তি জোগাবে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ৷

আরও পড়ুন: CV Ananda vs Mamata: ‘মুখ্যমন্ত্রীর সঙ্গে আর কখনও মঞ্চ শেয়ার করব না,’ ঘোষণা রাজ্যপালের

প্রসঙ্গত, কেজরিওয়াল জামিন পেয়ে বাইরে এলে তথ্য-প্রমাণ নষ্ট হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিল সিবিআই। গত ৫ অগাস্ট সিবিআই-এর দায়ের করা মামলায়, কেজরিওয়ালের জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল দিল্লি হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী৷

ভোটের আবহে গত মে মাসে সুপ্রিম কোর্টের নির্দেশে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। গত ২ জুন ফের জেলে ফিরতে হয়েছিল তাঁকে। কেজরিওয়ালের গ্রেফতারি প্রসঙ্গে তাঁর স্ত্রী সুনীতা বলেছিলেন, ‘অরবিন্দ কেজরিওয়াল একজন সিংহ… তাঁকে বেশি দিন আটকে রাখা যাবে না’। অবশেষে মুক্তি পাচ্ছেন কেজরিওয়াল৷ খুশির হাওয়া আপ শিবিরে৷

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular