Monday, May 20, 2024
HomeদেশTMC delegation meets Amit Shah রাজ্যপালের অপসারণ চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ তৃণমূল...

TMC delegation meets Amit Shah রাজ্যপালের অপসারণ চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ তৃণমূল প্রতিনিধি দল

শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: TMC delegation meets Amit Shah বগটুই কাণ্ড নিয়ে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করলেন তৃণমূলের প্রতিনিধি দল। বীরভূমের রামপুরহাটে বগটুই পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুন হওয়ার পর একের পর এক বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। সেই আগুনে জীবন্ত পুড়ে মৃত্যু হয় ৮ জনের। আর এই ঘটনায় রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে। এদিন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে সে বিষয়ে রাজ্য সরকারের প্রশাসনিক পদক্ষেপগুলি তুলে ধরলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, জহর সরকার, কাকলি ঘোষ দস্তিদার, মহুয়া মৈত্র, খলিলুর রহমান, শতাব্দী রায় প্রমুখরা।

পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে এই অভিযোগ করে ৩৫৬ বা ৩৫৫ ধারা প্রয়োগের দাবি জানায় প্রধান বিরোধী দল বিজেপি। সংসদে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বীরভূম প্রসঙ্গ উত্থাপন করে ৩৫৬ প্রয়োগের দাবি তোলেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সিবিআই বা এনআইএ দিয়ে তদন্তের দাবি তোলেন। বিজেপি বিধায়কদের নিয়ে রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকরের কাছে রাজ্যের আইনশৃঙ্খলা প্রসঙ্গে ৩৫৬ প্রয়োগের দাবি তোলেন শুভেন্দু অধিকারী। TMC delegation meets Amit Shah

আরও পড়ুন : Rampurhat Violence : Suspended Two Police Officers কর্তব্যে গাফিলতির অভিযোগ! সাসপেন্ড এসডিপিও এবং আইসি

রাজ্যপাল জগদীপ ধনকর এক ভিডিও বার্তায় বলেন, ‘রাজ্যে হিংসার সংস্কৃতি চলছে। মানবাধিকার বিপন্ন। আইন শৃঙ্খলা ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। আমি আগেই বলেছিলাম, রাজ্যকে কোনওভাবেই অরাজকতার অপর নাম হতে দেওয়া চলবে না।’ রাজ্যপালের এই বিবৃতির পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ‘রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে কথা বলা অনভিপ্রেত। আপনি সংযত থাকুন। এতে তদন্ত ব্যাহত হয়।’ পাল্টা রাজ্যপাল জানিয়ছিলেন, ‘এমন ঘটনা ঘটলে আমার পক্ষে চুপ করে থাকা সম্ভব নয়।’ TMC delegation meets Amit Shah

এই অবস্থায় আজ বগটুইয়ের ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও’ব্রায়েনরা। এদিন অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা বলেছি রামপুরহাটের ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের রাজ্যপালকে অপসারণ করতে হবে। তিনি ক্রমাগত সংবিধান বিরোধী কাজ করছেন। যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক কাঠামো বিপন্ন। রাজ্যপালকে যে চিঠি লিখেছেন আমাদের মুখ্যমন্ত্রী, তা আমরা (কেন্দ্রীয়) স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছি। নিপুণভাবে পরিস্থিতির মোকাবিলা করছেন আমাদের মুখ্যমন্ত্রী। এখনও পর্যন্ত ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। ১৫ জন পুলিশ আধিকারিককে ছুটিতে পাঠানো হয়েছে। কোনও দোষীকে ছাড়া হবে না।’

TMC delegation meets Amit Shah

আরও পড়ুন : Governor’s statement on Rampurhat Violence ‘রাজ্যে হিংসার সংস্কৃতি চলছে’, রামপুরহাটের ঘটনায় মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব রাজ্যপাল জগদীপ ধনকরের

————
Published by Subhasish Mandal

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular