উত্তরোত্তর ভিড় বাড়ছে বদ্রীনাথে (Badrinath)। পুণ্যার্থীদের উপস্থিতি চোখে পড়ার মতোই। জানা গিয়েছে, এক মাসেরও কম সময়ের মধ্যেই পুণ্যার্থীদের উপস্থিতির সংখ্যা প্রা ৫ লক্ষ, যা রেকর্ড। চলতি বছরে বদ্রীনাথ ধামে এই উপস্থিতি গত বছরের তুলনায় অনেকটাই বেড়েছে। গত বছর যা ছিল সাড়ে চার লক্ষ, চব্বিশে সেই সংখ্যা আরও ৫০ হাজার বেড়ে পাঁচ লক্ষে পৌঁছে গিয়েছে।
প্রায় ৫৫ হাজার পুণ্যার্থী শ্রদ্ধাজ্ঞাপন করতে হেমকুন্ড সাহিবে যান। এদিকে, ২০২৪-এ বদ্রীনাথ (Badrinath), কেদারনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী- এই চার ধামযাত্রায় মানুষের ঢল নামে। মনে করা হচ্ছে এর মধ্যে বদ্রীনাথ ধাম দর্শন নতুন রেকর্ড গড়ে ফেলবে।
আরও পড়ুন : Oxford University : সুখবর! ভারতের সম্পদ ফেরত দিচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
এক সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির ভাইস-চেয়ারম্যান কিশোর পানওয়ার বলেন, ‘এখনও পর্যন্ত প্রায় ১৯ লক্ষ মানুষ চারধাম যাত্রা করেছেন। এক মাসেরও কম সময়ে বদ্রীনাথে (Badrinath) ৫ লক্ষ পুণ্যার্থী এসেছেন। আশা করা হচ্ছে আগামী দিনে আরও অনেকে আসবেন।’