Sunday, September 8, 2024
HomeBreakingYoga Day উপলক্ষ্যে বিভিন্ন প্রকল্প চালু করতে চলেছেন PM Modi

Yoga Day উপলক্ষ্যে বিভিন্ন প্রকল্প চালু করতে চলেছেন PM Modi

বৃহস্পতিবার থেকে দু’দিনের জন্য জম্মু-কাশ্মীর সফর রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এখানে প্রায় ১,৫০০ কোটির ৮৪টি গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী। এইসব প্রকল্পের মধ্যে রয়েছে রাস্তার পরিকাঠামো, জল সরবরাহ প্রকল্প, উচ্চশিক্ষা সংক্রান্ত প্রকল্প প্রভৃতি।

এছাড়া, চেন্নাই-পাটনিপট-নাসরি সেকশনের উন্নয়ন থেকে শুরু করে ৬টি সরকারি ডিগ্রী কলেজের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মোদী। রয়েছে কৃষিক্ষেত্রের উন্নতির বিষয়টিও।

আর পড়ুন: PM Modi G7 Summit : ইতালিতে প্রধানমন্ত্রী মোদী, বিশ্বকে ‘নমস্তে’ জানালেন Meloni

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা নাগাদ প্রধানমন্ত্রী শ্রীনগরে Sher-i-Kashmir International Conference Centre (SKICC)-এ ‘Empowering Youth, Transforming J&K’-এ অংশগ্রহণ করবেন। এর পাশাপাশি সরকারি চাকরির ক্ষেত্রে প্রায় ২০০০-এরও বেশি নিয়োগপত্র তুলে দেবেন তিনি।

২১ জুন, দশম International Day of Yoga-তে প্রধানমন্ত্রী শ্রীনগরের SKICC-তে নেতৃত্ব (Yoga Day) দেবেন।

প্রসঙ্গত, ২০১৫ সাল থেকে মোদী দিল্লির কর্তব্য পথ, চন্ডিগড়, দেরাদুন, রাঁচি, লখনউ, মাইসুরু, নিউইয়র্কে United Nations Headquarters-এ যোগ দিবস (Yoga Day) পালন করেছেন। চলতি বছরে এই দিনের থিম হল ‘Yoga for Self and Society’.

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular