Saturday, July 27, 2024
HomeদেশPM Kisan Yojana 10th Installment কিসান যোজনার দশম কিস্তি প্রদান প্রধানমন্ত্রীর

PM Kisan Yojana 10th Installment কিসান যোজনার দশম কিস্তি প্রদান প্রধানমন্ত্রীর

শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা : নতুন বছরের প্রথম দিনেই দেশের কৃষকদের বড় উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন প্রধানমন্ত্রী ‘কিসান সম্মান নিধি যোজনা’র দশম কিস্তি হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী মোদি। এই যোজনার অধীনে সারাদেশে ১০ কোটিরও বেশি কৃষকের অ্যাকাউন্টে ২ হাজার টাকা করে ঢুকল। শনিবার দুপুর সাড়ে ১২টায় এক ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ১০তম কিস্তির অধীনে ২০ হাজার কোটি টাকার অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। এদিন কৃষকদের সঙ্গে মত বিনিময়ও করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি কৃষকদের কল্যাণে তাঁর সরকারের প্রতিশ্রুতির কথাও উল্লেখ করেন।

আরও পড়ুন : Jammu Kashmir News Stampede At Mata Vaishno Devi Temple 12 killed, 15 Injured মা বৈষ্ণোদেবী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত ১২, আহত ১৫

১০ কোটিরও বেশি কৃষকের অ্যাকাউন্টে ঢুকল ২ হাজার টাকা  PM Kisan Yojana 10th Installment 

প্রতি অর্থ বছরে ৪ মাস অন্তর কৃষক সম্মান নিধি প্রকল্পে কৃষকেরা ২ হাজার টাকা করে অর্থ সাহায্য পান। গত বছরের অগস্ট মাসে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার পর শেষ কিস্তির জন্য অপেক্ষা করছিলেন কৃষকেরা। ১৫ ডিসেম্বর সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল ২৫ ডিসেম্বর কৃষকদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে। সেইমতো কৃষকরা সম্মান নিধির সুবিধা ২৫ ডিসেম্বর না পাওয়ায় কিছুটা হতাশ হয়ে পড়েছিলেন। কিন্তু ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে ঘোষণা করেছিলেন যে, বছরের প্রথম দিনেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। সেই ঘোষণা মতোই আজ কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

কীভাবে জানবেন আপনার টাকা এসেছে কিনা? PM Kisan Yojana 10th Installment

দশম কিস্তির স্থিতি জানতে হলে প্রধানমন্ত্রী কিসান যোজনার অধীনে নিবন্ধিত কৃষকদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট https://pmkisan.gov.in-এ যেতে হবে। এরপরে, কৃষককে ‘ফার্মার্স কর্নার’-এ ক্লিক করতে হবে। ওয়েবসাইটে উপলব্ধ ‘বেনিফিশিয়ারি লিস্ট’-এ রাজ্য, জেলা, উপ জেলা, ব্লক এবং গ্রাম নির্বাচন করতে হবে। তারপর ‘গেট রিপোর্ট’ অপশনে ক্লিক করলেই সম্পূর্ণ তালিকা আপনার সামনে আসবে। সেই তালিকায় আপনার কিস্তির অবস্থা দেখতে পারেন।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular