Tuesday, December 3, 2024
HomeদেশOmicron Variant India Live Updates দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫৯৮, সংক্রমণ ছড়িয়েছে...

Omicron Variant India Live Updates দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫৯৮, সংক্রমণ ছড়িয়েছে ১৯টি রাজ্যে

ইন্ডিয়া নিউজ বাংলা : Omicron Variant India Live Updates দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। এখনও পর্যন্ত ওমিক্রন ১৯টি রাজ্যে ছড়িয়ে পড়েছে। ওমিক্রন সংক্রমিতের ক্ষেত্রে দিল্লি মহারাষ্ট্রকেও ছাপিয়ে গেছে। দিল্লিতে এখন ওমিক্রনের আক্রান্তের সংখ্যা ১৪২টি এবং মহারাষ্ট্র এই মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছে। এছাড়াও, রাজস্থান (৪৩), হরিয়ানা (১০), মধ্যপ্রদেশ (৯), ওড়িশা (৮), অন্ধ্রপ্রদেশ (৬), পশ্চিমবঙ্গ (৬), জম্মু ও কাশ্মীর (৩), চণ্ডীগড় (৩), উত্তরপ্রদেশ (২), লাদাখ (১), উত্তরাখণ্ড (১), হিমাচলপ্রদেশে (১) ওমিক্রনে আক্রান্তের খবর রয়েছে৷ পাশাপাশি করোনা সংক্রমণের হারও মারাত্মকভাবে বেড়েছে ০.৫ শতাংশ।

হিমাচলেও নাকো-মান্ডিতে প্রথম সংক্রমণ, চণ্ডীগড়ে আরও ২টি সংক্রমণ Omicron Variant India Live Updates

হিমাচলপ্রদেশেও সংক্রমণের একটি ঘটনা সামনে এসেছে। এই রাজ্যে এটাই প্রথম ঘটনা। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হিমাচলের মান্ডি সফরে যাবেন। তাই ওমিক্রনের খোঁজ পাওয়ার পর প্রধানমন্ত্রীর দফতর থেকে রাজ্য সরকারের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। চণ্ডীগড়েও ২টি সংক্রমণের খবর পাওয়া গেছে। অন্যদিকে, মধ্যপ্রদেশে গতকাল ওমিক্রনের ৯টি ঘটনা তালিকাভুক্ত হয়েছে। এছাড়াও কেরলে ওমিক্রনের ১৯টি, তেলেঙ্গানায় ৩টি, অন্ধ্রপ্রদেশে ২টি, ওড়িশায় ৪টি ঘটনা ঘটেছে।

৬,৯৮৭টি নতুন করোনা সংক্রমণ Omicron Variant India Live Updates

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৬ হাজার ৯৮৭টি করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে। একই সময়ে, সংক্রমণের কারণে ১৬২জন রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৪৭ লক্ষ ৮৬ হাজার ৮০২ এবং মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৭৯ হাজার ৬৮২। গত ৫৯ দিনে এখনও পর্যন্ত প্রতিদিন করোনা সংক্রমণের সংখ্যা ১৫ হাজারেরও কম। যা একটি বড় স্বস্তির বিষয়।

Omicron Variant India Live Updates

—————-
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular