সদ্য গঠিত গয়েছে মোদীর মন্ত্রিসভা। রবিবাসরীয় সন্ধ্যায় প্রধানমন্ত্রীর পদে শপথ নিয়েছেন মোদী। এই নিয়ে তৃতীয়বার প্রধানমন্ত্রীর কুর্সিতে আসীন হলেন তিনি।আজ সোমবার Modi Govt 3.0-র প্রথম দিন। আজই নতুন মন্ত্রীদের নিয়ে নিজের বাসভবনে প্রথম বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী মোদী।
মোদীর বাসভবনে বৈঠক
জানা যাচ্ছে, বিকেল ৫টার মধ্যে সকল মন্ত্রীদের প্রধানমন্ত্রীর বাসভবন, দিল্লির লোক কল্যাণ মার্গে আসতে বলা হয়েছে। সেখানেই মন্ত্রীদের সঙ্গে বৈঠক-আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, কোন মন্ত্রীকে কোন মন্ত্রক (Modi Govt 3.0) দেওয়া হবে, সেই বিষয় নিয়েই আলোচনা হতে পারে এই বৈঠকে।
আরও পড়ুন : Modi Cabinet-এ বাংলার কোন দু’জনের ঠাঁই হতে পারে?
উল্লেখ্য, রবিবার প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদী শপথ নেওয়ার পাশাপাশি ৩০ জন পূর্ণমন্ত্রী ও ৪১ জন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন। তবে কে কোন মন্ত্রকের (Modi Govt 3.0) দায়িত্ব পাবেন তা এখনও স্পষ্ট নয়। সোমবারের বৈঠকের পর বিষয়টি স্পষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এবারের মন্ত্রিসভায় শরিক দলের ১১ জন ক্যাবিনেট মন্ত্রী রয়েছেন।
গতবারের মতো এবারও মোদীর মন্ত্রিসভায় (Modi Govt 3.0) জায়গা ধরে রেখেছেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। মোদী মন্ত্রিসভায় এবার নতুন সদস্য রাজ্য বিজেপির সভাপতি এবং বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। তবে পূর্ণাঙ্গ নয়, উভয়েই প্রতিমন্ত্রী হিসেবে কাজ করবেন বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, স্বরাষ্ট্র মন্ত্রক, প্রতিরক্ষা, বিদেশ ও অর্থ মন্ত্রক নিজেদের হাতেই রাখতে পারে বিজেপি।