শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা : Karnataka High Court verdict on Hijab ‘হিজাব ইসলামের অপরিহার্য ধর্মীয় অনুশীলনের অংশ নয়’– হিজাব বিতর্ক নিয়ে রায়ে জানাল কর্ণাটক হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে হাইকোর্ট জানিয়ে দিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলি নিজস্ব পোশাকবিধি লাগু করতেই পারে এবং শিক্ষার্থীরা এতে আপত্তি করতে পারে না। রায় ঘোষণার পরই হিজাব সংক্রান্ত সমস্ত পিটিশন খারিজ করে দিয়েছে কর্ণাটক হাইকোর্টও। এদিকে হিজাব নিয়ে রায়ের পর গোলমালের আশঙ্কায় এক সপ্তাহের জন্য বেঙ্গালুরু শহরে বড় জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করেছে কর্ণাটক সরকার। ম্যাঙ্গালুরুতেও বড় জমায়েত বন্ধ থাকছে ১৫ থেকে ১৯ মার্চ পর্যন্ত। হিজাব বিতর্কের কেন্দ্রবিন্দু উদুপিতেও বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলি।
Karnataka HC says wearing Hijab is not an essential religious practice of Islam.
— ANI (@ANI) March 15, 2022
চলতি বছরের জানুয়ারিতে কর্ণাটকের উদুপিতে একটি প্রাক্-বিশ্ববিদ্যালয়ে হিজাব পরে ঢোকাকে কেন্দ্র করে মুসলিম ছাত্রীকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। ছাত্রী বিশ্ববিদ্যালয়ের পোশাক পরে আসেনি বলেই বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ ওঠে। এরপর সেই রেশ ছড়িয়ে পড়ে গোটা দেশে। খোদ কর্ণাটকের বিভিন্ন জায়গায় কারফিউ জারি করতে হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। বন্ধ রাখতে হয় পঠনপাঠনও।
Karnataka High Court dismisses various petitions challenging a ban on Hijab in education institutions pic.twitter.com/RK4bIEg6xX
— ANI (@ANI) March 15, 2022
এই বিষয়ে কর্ণাটক হাইকোর্টে একাধিক শুনানির পর তিন বিচারপতির বেঞ্চ একটি রায় জারি করে এদিন জানিয়ে দেন যে, ‘হিজাব ইসলামের অধীনে অপরিহার্য ধর্মীয় অনুশীলনের অংশ নয়।’ বিচারপতিরা আরও বলেছেন যে, ‘ইউনিফর্ম পরার উপর নিষেধাজ্ঞা একটি যুক্তিসঙ্গত বিধিনিষেধ এবং শিক্ষার্থীরা এতে আপত্তি করতে পারে না।’
Karnataka High Court verdict on Hijab
————
Published by Subhasish Mandal