Sunday, September 8, 2024
HomeIndia News ManchIndia News Manch Union Minister Nitin Gadkari: দিল্লি-মুম্বইতে ৯,৫৭৭ কোটি টাকা ব্যয়ে...

India News Manch Union Minister Nitin Gadkari: দিল্লি-মুম্বইতে ৯,৫৭৭ কোটি টাকা ব্যয়ে ৪ লেনের এক্সপ্রেসওয়ে নির্মাণ: মন্ত্রী নীতিন গড়করি

ইন্ডিয়া নিউজ বাংলা, ডিজিটাল ডেস্ক : মধ্যপ্রদেশ সফর শেষ করে ইন্ডিয়া নিউজের মঞ্চে (India News Manch Union Minister Nitin Gadkari) যোগ দিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী নীতিন গড়করি। অনুষ্ঠানে আলোচনা প্রসঙ্গে গড়করি দেশের সড়ক ব্যবস্থা নিয়ে বিস্তারিত তথ্য আদান-প্রদান করেন। তিনি বলেন, ‘দিল্লি-মুম্বইতে একটি ৪ লেনের এক্সপ্রেসওয়ে তৈরি করা হয়েছে। এটা তৈরি করতে ৯ হাজার ৫৭৭ কোটি টাকা ব্যয় হয়েছে। এছাড়াও ১ হাজার ৩৫৬ কিলোমিটার দীর্ঘ ৩৪টি সড়ক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। একই ধরনের রাস্তা তৈরির কাজ চলছে দেশের অন্যান্য জায়গাতেও।’

কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী আরও জানান, ‘ভারতমালা প্রকল্পের আওতায় ৩৫ কোটি টাকা দেওয়া হবে এবং একই সঙ্গে এক লাখ কোটি টাকাও দেওয়ার পরিকল্পনা রয়েছে।’ ইন্ডিয়া নিউজের মঞ্চ থেকে কেন্দ্রীয় মন্ত্রী ওয়েস্ট রিং রোডের জন্য ২৫ থেকে ৩৫ শতাংশ জমি কেন্দ্রের সহায়তায় এবং ৫০ শতাংশ রাজ্য সরকারের কাছ থেকে নেওয়ার কথাও বলেন। এছাড়াও বুধনি-নসরুল্লাগঞ্জকে চার লেন করার অনুমোদন দিয়েছেন তিনি। তাঁকে দেশের সমস্ত সাংসদদের দাবির কথা বলতে হবে বলেও জানান গড়করি।

কেন্দ্রীয় মন্ত্রী জানান, ‘এই মুহূর্তে রাস্তাগুলি ১০৭ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে কাজ করছে। এখন রাতলাম থেকে দিল্লি ৫-৬ ঘণ্টা, দিল্লি থেকে দেহরাদুন ৩ ঘণ্টা, দিল্লি থেকে হরিদ্বার ২ ঘণ্টা, দিল্লি থেকে অমৃতসর ৪ ঘণ্টা এবং দিল্লি থেকে কাটরা ৬ ঘণ্টায় পৌঁছানো যায়। মুম্বই-পুনে যেতে আগে সময় লাগত ৬-৮ ঘণ্টা, এখন হাইওয়ে তৈরি হয়ে যাবার পর সময় লাগে প্রায় ২ ঘণ্টা।’

ইন্ডিয়া নিউজের মঞ্চ থেকে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি জানান, মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের দাবি মতো বুধনি ৪ লেনের অনুমোদন মিলেছে। পাশাপাশি ইন্দোর, ভোপাল, রতলাম লজিস্টিক হাব নিয়ে অর্থের অভাব নেই বলে আশ্বস্ত করেছেন। লজিস্টিক ভাব নিয়ে পূর্ণ সহযোগিতা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

এছাড়াও সেন্ট্রাল রোড ফান্ড (CRF)-এর ১ হাজার ৫০০ কোটি টাকা মঞ্জুর করা হবে এবং বাকি ৪০০ কোটি টাকার শীঘ্রই অনুমোদন মিলবে বলে জানান তিনি। মালওয়াতে সিএনজি প্রচার একটি ভাল বিকল্প বলেও মনে করেন কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী। তিনি বলেন, ‘কৃষকদের ট্রাক্টর সিএনজিতে পরিবর্তন করুন। এতে তাঁদের সঞ্চয় ও স্বস্তি মিলবে। আমার স্বপ্ন সিএনজি।’

Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular