Monday, May 20, 2024
HomeদেশIndia-Australia Economic Cooperation and Trade Agreement মোদি-মরিসনের ভার্চুয়াল উপস্থিতিতে ভারত-অস্ট্রেলিয়া অর্থনৈতিক সহযোগিতা...

India-Australia Economic Cooperation and Trade Agreement মোদি-মরিসনের ভার্চুয়াল উপস্থিতিতে ভারত-অস্ট্রেলিয়া অর্থনৈতিক সহযোগিতা এবং বাণিজ্য চুক্তি সম্পাদিত

শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: India-Australia Economic Cooperation and Trade Agreement প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের ভার্চুয়াল উপস্থিতিতে ভারত-অস্ট্রেলিয়া অর্থনৈতিক সহযোগিতা এবং বাণিজ্য চুক্তি (IndAus ECTA) সম্পাদিত হল। দুই দেশের এই বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করলেন ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এবং অস্ট্রেলিয়ার পক্ষে ড্যান তেহান।

চুক্তি স্বাক্ষরের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে স্বাক্ষরিত অর্থনৈতিক সহযোগিতা এবং বাণিজ্য চুক্তি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করবে। এই চুক্তির ভিত্তিতে একসাথে আমরা সরবরাহ চেইনের স্থিতিস্থাপকতা বাড়াতে এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থিতিশীলতায় অবদান রাখতে সক্ষম হব। এত অল্প সময়ের মধ্যে এই চুক্তি স্বাক্ষর হওয়ায় দুটি দেশের মধ্যে পারস্পরিক আস্থার গভীরতা প্রতিফলিত হয়েছে।’ India-Australia Economic Cooperation and Trade Agreement

অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মরিসন বলেছেন যে, ‘ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ক্রমবর্ধমান সম্পর্কের আরেকটি মাইলফলক এই চুক্তি স্বাক্ষর। বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি চুক্তিটি চাকরি, অধ্যয়ন এবং ভ্রমণের সুযোগ সম্প্রসারণের মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে “উষ্ণ ও ঘনিষ্ঠ সম্পর্ক” আরও গভীর করবে। এই চুক্তিটি অস্ট্রেলিয়ান কৃষক, নির্মাতা, উৎপাদক এবং আরও অনেকের জন্য বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল প্রধান অর্থনীতিতে একটি বড় দরজা খুলে দিয়েছে।’

India-Australia Economic Cooperation and Trade Agreement

আরও পড়ুন : Threat to Assassinate PM Narendra Modi প্রধানমন্ত্রীকে প্রাণে মারার হুমকি! এনআইএ-র মুম্বই শাখায় এল ইমেল, তৎপর গোয়েন্দারা

আরও পড়ুন : Omicron XE Variant : করোনার নতুন বিপদ কড়া নাড়ছে, WHO জানিয়েছে – XE ভেরিয়েন্ট ওমিক্রণের চেয়ে এর চেয়ে ৪৩ শতাংশ দ্রুত ছড়িয়ে পড়ে,

————
Published by Subhasish Mandal

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular