অষ্টাদশ লোকসভার (Lok Sabha First session) প্রথম অধিবেশন বসতে চলেছে আগামী ২৪ জুন এবং তা শেষ হবে ৩ জুলাই। বুধবার কেন্দ্রের সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু এই বিষয়ে জানান। এই বিশেষ সেশনে লোকসভা স্পিকার নির্বাচিত করা হবে এবং সাংসদরা শপথগ্রহণ করবেন। অন্যদিকে, রাজ্যসভার ২৬৪তম সেশন হবে আগামী ২৭জুন থেকে ৩ জুলাই পর্যন্ত।
২৭ জুন, উভয় কক্ষেই ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আগামী পাঁচ বছরের জন্য নতুন এনডিএ সরকার কীভাবে কাজ করবে তার রূপরেখা দেবেন তিনি। রাষ্ট্রপতির ভাষণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর মন্ত্রিসভার মন্ত্রীদের পরিচয় পর্ব সারতে পারেন।
আরও পড়ুন : Oath Ceremony : বুধেই অন্ধ্রপ্রদেশ-ওড়িশায় মেগা শপথগ্রহণ
প্রথম তিন দিনে নব নির্বাচিত সাংসদরা শপথ নেবেন এবং লোকসভার (Lok Sabha First session) স্পিকারকে নির্বাচন করবেন।
রিজিজু এক্স হ্যান্ডেলে লেখেন, ‘অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন ডাকা হচ্ছে। আগামী ২৪ জুন থেকে শুরু হবে এবং ৩ জুলাই পর্যন্ত চলবে এই অধিবেশন। নবনির্বাচিত সাংসদদের শপথ/নিশ্চতকরণ, স্পিকার নির্বাচন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ এবং আলোচনার চলবে এই অধিবেশনে’।
First Session of 18th Lok Sabha is being summoned from 24.6.24 to 3.7.24 for oath/affirmation of newly elected Members, Election of Speaker, President’s Address and discussion thereon. 264th Session of Rajya Sabha will commence on 27.6.24 and conclude on 3.7.24. https://t.co/8OCbfg4CT1
— Kiren Rijiju (@KirenRijiju) June 12, 2024