Thursday, November 7, 2024
HomeBreakingOdisha: পুরীর জগন্নাথ মন্দিরের দেওয়ালে একাধিক ফাটল! তড়িঘড়ি ডাকা হল ASI-কে

Odisha: পুরীর জগন্নাথ মন্দিরের দেওয়ালে একাধিক ফাটল! তড়িঘড়ি ডাকা হল ASI-কে

ফের সংবাদ শিরোনামে পুরীর জগন্নাথ মন্দির। সম্প্রতি ঘূর্ণিঝড় দানার প্রভাবের আশঙ্কায় ২ দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল পুরীর জগন্নাথ মন্দির। এবার সেই মন্দির নিয়েই আরও চাঞ্চল্য ছড়াল। কারণ জগন্নাথ মন্দিরের দেওয়ালে একাধিক ফাটল দেখা গিয়েছে বলে সূত্রের খবর। শুধু তাই নয়, বেশ কিছুটা অংশ জুড়ে জমেছে শ্যাওলাও। ইতিমধ্যে আর্কিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়ার প্রতিনিধিদের ডাকা হয়েছে, বিষয়টি খতিয়ে দেখার জন্য।

কী জানা যাচ্ছে?

উল্লেখ্য, পুরীর মূল জগন্নাথ মন্দিরের দেওয়ালে ফাটল ধরেনি। এই মন্দিরের চারদিক ঘিরে যে দেওয়াল রয়েছে, যার নাম নাম ‘মেঘনাদ পচেরী’, তাতে ফাটল ধরেছে। ভক্তদের বিশ্বাস, মূল মন্দিরকে এই দেওয়াল রক্ষা করে। তাই এই দেওয়ালে ফাটল ধরাতে উদ্বিগ্ন ভক্তমহল।

ফাটলের পাশাপাশি দেওয়ালে দীর্ঘদিন ধরে জমছে শ্যাওলাও। দেওয়াল ভেজা থাকায় ক্রমে আরও ক্ষতি হচ্ছে। একাংশের মতে, দীর্ঘ দিনের অযত্নের কারণেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

এদিকে, ওড়িশা সরকারের মতে, ASI-এর অনুমতি ছাড়া জগন্নাথ মন্দিরে এমন কোনও কাজ করা হয়েছে, যার ফলে এই ফাটল হয়েছে। তদন্ত করে দেখছে সরকার। ভবিষ্যতে যাতে মন্দিরের আর কোনও ক্ষতি না হয়, তা নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য হয়ে উঠেছে।

আরও পড়ুন: Pumpkin Boat: কুমড়ো যখন নৌকা! তাক লাগিয়ে রেকর্ড গড়লেন ব্যক্তি

প্রসঙ্গত, এই জগন্নাথ মন্দির ওড়িশার অন্যতম প্রধান হেরিটেজ এবং সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অঙ্গ, তাই পরিস্থিতি মোকাবিলায় মন্দির কর্তৃপক্ষের সঙ্গে হাত মিলিয়ে ওড়িশা সরকারও কাজ করবে বলে জানা গিয়েছে।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular